আলিয়ার কোলে রাহা। ছবি: সংগৃহীত।
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের কোলে আসে তাঁদের প্রথম সন্তান। রাহার জন্ম ২০২২ সালের নভেম্বর মাসে। রাহাকে দেখার জন্য উদ্গ্রীব ছিলেন আলিয়া এবং রণবীর অনুরাগীরা। যদিও কন্যার বাবা-মা সিদ্ধান্ত নিয়েছিলেন এখনই কন্যা রাহার মুখ প্রকাশ্যে আনবেন না। আলিয়া রাহার এক বছরের জন্মদিনের অনুষ্ঠানে কেকের সঙ্গে রাহার একটা ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে অবশ্য রাহার ছবি আবছা করে দেওয়া হয়েছিল।
রণলিয়া জানিয়েছিলেন, দু’বছর বয়স না হলে তাঁরা রাহার মুখ দেখাবেন না। তবে আলিয়া এবং রণবীর নিজেরাই সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেন। গত বছর ২৫ ডিসেম্বর বড়দিনে রাহা প্রকাশ্যে আসে মা-বাবার হাত ধরে। আর এ বার আলিয়া কন্যার ছবি এই প্রথম বার ইনস্টাগ্রামে পোস্ট করলেন।
আরও পড়ুন:
চল্লিশেও চাই যৌবনের জেল্লা? স্নানের জলে মিশিয়ে নিন হেঁশেলে থাকা এই জরুরি উপদান
ছবিতে আর শুধু ‘আইটেম ডান্স’ ভালো লাগছে না! পরিচালকদের কাছে কী আর্জি জানালেন নোরা
আলিয়া-রণবীর জামনগরে অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহের উদ্যাপন গিয়েছিলেন। তাঁদের সঙ্গে রাহাও গিয়েছিল। অম্বানীদের অনুষ্ঠানে রাহার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আলিয়া সেই অনুষ্ঠানের একধিক ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। প্রথমেই রয়েছে রাহাকে কোলে নিয়ে তাঁর একটি ছবি। মা-মেয়ে দুজনেই একই নকশার পোশাক পরেছেন। মায়ের কোলে রাহা হাসছে। আর আলিয়া রাহাকে আদরে ভরিয়ে দিচ্ছেন। অভিনেত্রী ছবির নীচে লিখেছেন ‘সুস্থ’।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১: রাজমালা ও ইতিহাসের আলোকে ত্রিপুরা
পর্দার আড়ালে, পর্ব-৪৯: শ্রদ্ধাঞ্জলি— প্রযোজক-গায়িকা অসীমা মুখোপাধ্যায়, অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ও গীতিকার মিল্টু ঘোষ
শুধু রাহার নয়, আলিয়া জামনগরে অম্বানীদের অনুষ্ঠানে তোলা একাধিক ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে আলিয়া রণবীরকে আলিঙ্গন করছেন। ননদ করিনা কাপুরের সঙ্গেও ছবি রয়েছে। সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর শোয়ে আলিয়া জানিয়েছেন, রাহা হচ্ছে রণবীর ও তাঁর মিশেল। অনেকটা নাকি ঋষি কপূরের মুখের সঙ্গে মিল রয়েছে মেয়ের। যদিও পিসি করিনার কথায়, রাহাকে রণবীরের মতোই দেখতে।