মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


(বাঁ দিকে) রশ্মিকা মন্দনা। বিজয় দেবেরাকোন্ডা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মন্দনার একটি আপত্তিকর ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োতে অভিনেত্রীতে একেবারে অন্য রকম লুকে গিয়েছে। রশ্মিকা মন্দনার এই ছবি মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে। তবে ছবি দেখে বহু মানুষই ধন্দে ছিলেন, এই ছবি কি আদৌ রশ্মিকার? সাধারণত নায়িকাকে এই ধরনের পোশাকে দেখা যায় না। শেষমেশ ধরা পড়ে, ভিডিয়োয় কারসাজি করে অন্য এক মহিলার মুখে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই রশ্মিকার পাশে দাঁড়ান স্বয়ং অমিতাভ বচ্চন। তিনি অপরাধীর শাস্তি চেয়ে দাবি করেন। এর পরে তথ্যপ্রযুক্তি মন্ত্রক প্রায় রাতারাতি আইন তৈরি করে ফেলে। যাঁরা এই ধরনের অপরাধ করবেন, তাঁদের তিন লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এমনকি তাঁদের জেল হবে।
আরও পড়ুন:

রিভিউ: ‘জানে জাঁ ‘উত্তর ফাল্গুনী’র কথা মনে করিয়ে দেয়

উত্তম কথাচিত্র, পর্ব-৫১: সেই ‘পৃথিবী আমারে চায়’

এদিকে, প্রেমিকার ছবি নিয়ে প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি বিজয় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রশ্মিকার একটি ছবি দিয়েছেন। সঙ্গে এই নতুন আইনকে সাধুবাদ জানিয়েছেন। বিজয় ছবির সঙ্গে লেখেছেন, ‘‘এই ধরনের আইন খুবই জরুরি। ভবিষ্যতে যাতে এমনটা কারও সঙ্গে না ঘটে তার জন্য দরকার এমন আইন। নির্দিষ্ট আইন থাকলে এই ধরনের অপরাধ করার আগেও লোকে অন্তত ভাববেন।’’
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১৩: উইলসন-এ-কথা

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৫: কানে তালায় কানের ড্রপ?

ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরে রশ্মিকা নিজে ভয় পেয়ে যান। সমাজমাধ্যমের পাতায় তিনি লেখেন, ‘‘আমার যে ডিপফেক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে কথা বলতেও খুব খারাপ লাগছে। আমি দুঃখিত, ব্যথিত। আমার কাছে খুবই ভয়ের। তবে শুধু আমার একার জন্য নয়, ক্যামেরার সামনে যাঁরা সারা ক্ষণ রয়েছেন তাঁদের জন্যও। ভাবলে ভয় করছে, কী ভাবে লোকে প্রযুক্তির অপব্যবহার করছে।’’

Skip to content