রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


সুশান্তকে নিয়ে সন্দেহের কথা হাসপাতালের ওই মর্গকর্মী আগেও বলেছিলেন।

সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছিল। সুশান্তের মৃত্যুর প্রায় দু’বছর পর কুপার হাসপাতালের মর্গের এক কর্মী সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন। তাঁর কথায়, সুশান্তকে যখন ময়নাতদন্তের টেবিলে আনা হয়, তখন তাঁর চোখে কালশিটের দাগ ছিল। দেখে ওই কর্মীর মনে হয়েছিল, কেউ যেন অভিনেতাকে চোখের উপর জোরে ঘুষি মেরেছে।
রূপকুমার শাহ নামে কুপার হাসপাতালের ওই মর্গকর্মী সম্প্রতি এ নিয়ে এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে রূপকুমার শাহ বলেন, ‘‘ ময়নাতদন্তের দিনও বিষয়টি বলেছিলাম। কিন্তু সেদিন ময়নাতদন্তের দায়িত্বে যিনি ছিলেন, তিনি আমাকে থামিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, নিজের কাজে মন দিতে।’’
আরও পড়ুন:

মৃত্যুর ২৮ মাস পরে চাঞ্চল্যকর দাবি, ‘খুন করা হয়েছিল’ সুশান্ত সিংহকে! মর্গকর্মীর দাবিতে মৃত্যু রহস্যে নয়া মোড়

বাজপেয়ীর ভূমিকায় দেখা যাবে পঙ্কজকে, রবিবার অটলের জন্মদিনে ‘ম্যায় অটল হুঁ’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

সংবাদ সংস্থা ‘ইন্ডিয়া টুডে’কে এক সাক্ষাৎকারে রূপকুমার বলেন, কুপার হাসপাতাল সুশান্তের ময়নাতদন্তের জন্য একটি দল গঠন করে। সেই দলের সদস্য ছিলেন তিনি। তবে দলের নেতৃত্বে কে ছিলেন এখন তাঁর কথা মনে নেই। তবে ময়নাতদন্তের সময় সুশান্তের চোখে যে কালশিটে দাগ দেখেছিলেন তা তিনি জানিয়েছিলেন। রূপকুমার আরও বলেছেন, ‘‘সুশান্তের হাড়েও চোট ছিল। হাড় ভেঙে গিয়েছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল, খুব জোরে কেউ তাঁকে আঘাত করেছেন। কিন্তু সিনিয়রকে বিষয়টি জানালে তিনি আমার কথায় গুরুত্ব দেননি।’’
আরও পড়ুন:

পারদ ঊর্ধ্বমুখীই, উধাও শীত, বছর শেষে কলকাতা উষ্ণতম, গত ৫০ বছরে এই প্রথম

আপনার সন্তানের কোনও কাজেই মন বসে না? কী দেখে বুঝবেন? কী করণীয়?

সুশান্তের মৃত্যুর পর্দাফাঁস এখনও হয়নি। সুশান্তের ভক্ত এবং পরিবারের সদস্যরা দাবি করেছিলেন, অভিনেতাকে খুন করা হয়েছে। রূপকুমারের দাবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সোমবার রূপকুমার বলেছিলেন, সুশান্তকে দেখে এবং পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মনে হয়নি তিনি আত্মহত্যা করেছেন। উলটে খুনের সপক্ষে একাধিক প্রমাণ তিনি পেয়েছিলেন। রূপকুমার মঙ্গলবারের সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, সুশান্তের গলায় যে দড়ির দাগটি ছিল, সেটিও দড়িতে ঝোলার জন্য হয়েছে বলে তাঁর মনে হয়নি। দাগ দেখে রূপকুমারের মনে হয়েছিল, অভিনেতাকে কেউ গলায় দড়ি পেঁচিয়ে ধরেছিল। তার জন্যই গলায় ওই দাগ হয়েছে।
আরও পড়ুন:

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-১০: আশ মিটিয়ে দেখে ছিলাম অপূর্ব সেই রূপ…আর প্রকৃতিও সেদিন সবটুকু মেলে ধরেছিল আমার সামনে

জিভে জল আনা এমন ফুলকপির পরোটাতেই জমে যাক শীতের পাত!

সুশান্তের মৃত্যুর ২৮ মাস পরে এমন দাবি কেন করলেন? প্রশ্নের উত্তরে রূপকুমার বলেছেন, ‘‘আগের রাজ্য সরকারের প্রতি বিশ্বাস আমার ছিল না। তাই তখন এ নিয়ে কথা বলিনি। কিন্তু এখন আমি নিজের বয়ান রেকর্ড করতে রাজি আছি। এখন আমি নিরাপত্তার কথা ভাবি না। আমি চাই, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত যেন সুবিচার পান।’’

Skip to content