শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সোনামণি

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো কড়া নাড়ছে দরজায়। আকাশে বাতাসে পুজোর গন্ধ ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আর তো কিছু দিনের অপেক্ষা। দেবী মায়ের অপেক্ষায় প্রহর গুনছে শহরবাসী। তবে পুজোর আগেই আসে মহালয়া আর মহালয়া মানেই মহিষাসুরমর্দিনী। মহালায়ার ভোরে কোন চ্যানেলে কোন অভিনেত্রীকে দেবী দুর্গা রূপে দেখা যাবে, তা নিয়ে এখন থেকেই দর্শকের মনে কৌতূহল তুঙ্গে।
জানেন কি, এ বছর স্টার জলসায় মহিষাসুরমর্দিনী রূপে কার আগমন হচ্ছে? নানা জল্পনা কল্পনার মধ্যে কিছুদিন আগেই শোনা গিয়েছিল ‘গাঁটছড়া’ সিরিয়ালের খড়িই নাকি হবেন এই বারের মহিষাসুরমর্দিনী!
এবার সব জল্পনার অবসান ঘটিয়ে মহালয়ার ভোরে অশুভ শক্তি নিধন করতে মহিষাসুরমর্দিনী রূপে আবির্ভাব হতে চলেছেন সোনামণি সাহা। ‘মোহর’ ধারাবাহিকের হাত ধরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সোনামণি। এই মুহূর্তে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের শ্যুটিং নিয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রী। তার মধ্যেই আবার মহালয়ার প্রস্তুতি। অন্যদিকে শোলাঙ্কি-সহ একাধিক ধারাবাহিকের নায়িকাদেরও দেবীর ভিন্ন ভিন্ন ‘রূপ’ দেখা যাবে।
প্রসঙ্গত, টলিপাড়ায় অনেকের ধারণা, ‘গাঁটছড়া’ সিরিয়ালের ক্ষতি হবে ভেবেই পরিচালক শোলাঙ্কিকে মহিষাসুরমর্দিনী থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছে। আপাতত ‘গাঁটছড়া’ টিম মধুচন্দ্রিমা পর্ব শ্যুটে ব্যস্ত। তাই হয়তো হঠাৎ করেই এমন সিদ্ধান্ত বদল।

Skip to content