রবিবার ৬ অক্টোবর, ২০২৪


শারমিন আঁখি। ছবি: সংগৃহীত।

শুটিং চলাকালীন গুরুতর জখম হয়েছেন অভিনেত্রী শারমিন আঁখি। শুটিং চলাকালীন মেকআপ রুমে হঠাৎ বিস্ফোরণের জেরে তিনি আহত হন। হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, শারমিনের শরীরের প্রায় ৩৫ শতাংশই পুড়ে গিয়েছে। অভিনেত্রীর পরিবারও জানিয়েছে, শারমিনের অবস্থা সঙ্কটজনক। ইমদাদুল হক মিলনের ‘প্রিয় দর্শনী’ উপন্যাস অবলম্বনে ‘অমীমাংসিত প্রেম’ নামে একটি নাটকের শুটিং চলছিল। গত শনিবারই শুটিংয়ের প্রথম দিন ছিল। দুর্ঘটনার পরে আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।
শারমিন গত শনিবার ২৮ জানুয়ারি মিরপুরে একটি টেলিফিল্মের জন্য শুটিং করছিলেন। শুটিংস্থলেই একটি মেকআপ রুমে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখন তিনি ওই মেকআপ রুমেই ছিলেন। এই বিস্ফোরণে শারমিন গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁকে উদ্ধারের পর দ্রুত ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’-এ নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে শারমিনের হাত, পা, চুল-সহ শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। ওই হাসপাতালে অভিনেত্রী গত তিন ধরে চিকিৎসাধীন। মাঝে একটুখানি শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। যদিও পরে তাঁর শরীর থেকে প্লাজমা কমতে শুরু করে।
আরও পড়ুন:

সোনার বাংলার চিঠি, পর্ব-৮: বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতীয় কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও বুদ্ধিজীবিদের ভূমিকা আমরা ভুলবো না

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫০: লুকোনো বই পড়ার জন্য রবীন্দ্রনাথ বাক্সের চাবি চুরি করেছিলেন

এখন তাঁকে এইচডিইউতে রাখা হয়েছে। মঙ্গলবার শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে স্থানান্তরিত করা হবে। ওই ইনস্টিটিউটের মুখ্য কো-অর্ডিনেটর সামন্তলাল সেন জানিয়েছেন, শারমিনের অবস্থা আশঙ্কাজনক। অভিনেত্রীর শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে শ্বাসনালীর। গত তিন দিনে শারমিনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

অভিনেত্রী শারমিন আঁখির স্বামী রাহাত কবীর নাট্যনির্মাতা। তিনি কথায়, ‘‘শারমিনের শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসকেরা রক্তের বন্দোবস্ত করতে বলেছেন। আরও কয়েক দিন না পেরলে আমরা নিশ্চিন্ত হতে পারব না।’’
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: নিয়ম করে খান আমন্ড? ভালো থাকবে হার্ট, এড়ানো যাবে রিঙ্কল! এর বহুমুখী পুষ্টিগুণ সম্পর্কে জানা আছে কি?

সুস্থ থাকুন, ভালো থাকুন: ডায়াবিটিস বাগে আনতে কোন প্রোটিন খেতেই হবে, আর কী কী এড়াতেই হবে?

রাহাত বলেন, যেখানে শুটিং হচ্ছিল সেখানকার মেকআপ রুমের সঙ্গেই বাথরুম ছিল। বাথরুমে ‘হেয়ার স্ট্রেটনার’ সুইচ থেকেও দুর্ঘটনাটি ঘটতে পারে। পুলিশের ধারণা, কেউ ওই বাথরুমে ‘বডি স্প্রে’ ব্যবহার করেছিলেন। বাথরুমে সেই গ্যাস আগে থেকেই জমে ছিল। হেয়ার স্ট্রেটনার প্লাগে দিয়ে সুইচ অন করতেই আগুনের ফুলকি ওই গ্যাসের সংস্পর্শে আসতেই বিস্ফোরণটি ঘটে।

Skip to content