শাহরুখ খান, ‘জওয়ান’ ছবিতে। ছবি: সংগৃহীত।
‘পাঠান’-এর এ বার ‘জওয়ান’-এর পালা। আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ছবি নিয়ে ফিরছেন শাহরুখ খান। এমনিতে ‘জওয়ান’ ছবির জন্য মুখিয়ে ছিলেন দর্শক ও অনুরাগীরা। গত ১০ জুলাই ছবির প্রিভিউ মুক্তির পর সেই উদ্দীপনা কয়েক গুণ বেড়ে যায়। তবে আর মাস খানেকের অপেক্ষা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। যদিও তার আগেই সমাজমাধ্যমের পাতায় ‘জওয়ান’-এর ক্লিপিং ফাঁস হয়ে গেল।
টুইটারের পাতায় ভাইরাল হয়ে গিয়েছে ‘জওয়ান’-এর সেই ক্লিপিং। রেড চিলিজ এন্টারটেনমেন্টের অভিযোগ, ‘জওয়ান’ ছবির ক্লিপিং চুরি করে অনলাইনে ফাঁস করা হয়েছে। রেড চিলিজ এন্টারটেনমেন্ট এ নিয়ে সান্তাক্রুজ থানায় এফআইআর দায়ের করেছে। গত ১০ অগস্ট ছবির স্বত্ব চুরি ও তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন? গোড়ালির যন্ত্রণায় কাবু? কী করে কমাবেন এই ব্যথা? রইল সমাধান
বলিউডে দু’টি ছবিই ব্যর্থ, তবু ‘অ্যানিমাল’ কেন হিট হবে জানিয়ে দিলেন রণবীরের নায়িকা রশ্মিকা
খবর, ছবির ক্লিপিং যে সব টুইটার অ্যাকাউন্টগুলিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল চিহ্নিত করা হয়েছে। নির্মাতাদের পক্ষ থেকে তাদের আইনি নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি প্রযোজনা সংস্থাও দিল্লি হাইকোর্টে অভিযোগ জানায়। আদালত নির্দেশ দিয়েছে দ্রুত ছবির ক্লিপিং দ্রুত সমাজমাধ্যম থেকে সরিয়ে দিতে। সেই মতো সংশ্লিষ্ট টুইটার অ্যাকাউন্টগুলি আদালতে নির্দেশ মেনে সেই ক্লিপিং সরিয়েও দিয়েছে।
আরও পড়ুন:
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬: গার্হস্থ্য জীবনের প্রারম্ভে ভৈরবী ব্রাহ্মণীর আগমন
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩২: আটার চেয়ে ময়দা ঢের গুণ ভালো?
এদিকে, ‘জওয়ান’-এর ক্ষেত্রেও ‘পাঠান’ ছবির মতোই ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমেই ছবির প্রচারের পরিকল্পনা করেছেন নির্মাতারা। কারণ প্রচারমূলক অনুষ্ঠানের থেকে শাহরুখের ‘আস্ক এসআরকে’-র আবেদন বহু গুণ বেশি বলে মনে করছেন তাঁরা। সে-কারণে বিপণন কৌশলের পিছনে বেশি টাকা খরচ করতে চাইছেন না নির্মাতারা। উলটে দর্শকের মধ্যে উত্তেজনা বাড়াতে অভিনব করার কথা ভাবছে ‘টিম জওয়ান’।