শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ। ছবি: সংগৃহীত।

চেন্নাইতে যাচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। শাহরুখের ‘জওয়ান’ ছবির ট্রেলার মুক্তির অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। খবর, চেন্নাইতেই গোটা টিমের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ‘জওয়ান’-এর ট্রেলার মুক্তি পাবে। তবে ট্রেলার মুক্তি আগে শাহরুখ সোজা গেলেন জম্মু। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ বৈষ্ণোদেবীর মন্দিরে যান অভিনেতা। এর আগে ‘পাঠান’ ছবি মুক্তির আগেও শাহরুখ বৈষ্ণোদেবীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন।
ছাই রঙা টিশার্ট, নীল রঙের জ্যাকেট এবং মাথা ঢাকা টুপি পরিহিত শাহরুখ মুখ ঢেকেছেন মাস্ক দিয়ে। চারপাশে কড়া নিরাপত্তার বলয়। তবে শাহরুখ বৈষ্ণোদেবীর মন্দিরে যাবেন, আর সেই খবর জানাজানি হবে না, তা আবার হয় নাকি! সমাজমাধ্যমের পাতায় শাহরুখের মন্দিরে প্রবেশের ভিডিয়ো ছড়িয়ে পড়ে। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে বুধবার ভোরেই সেখান থেকে বেরিয়ে যান অভিনেতা।
আরও পড়ুন:

‘মেয়ে হয়ে কিছু দৃশ্য দেখা অস্বস্তিকর ছিল’, ধর্মেন্দ্র-শাবানার চুম্বনের দৃশ্যে আপত্তি হেমা কন্যা এষা দেওলের?

আপনি কি মদ্যপান করেন? লিভারে ফ্যাট জমেছে কি না পা দেখেই কী ভাবে বুঝবেন?

‘জওয়ান’ আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। বুধবার দুপুর তিনটে নাগাদ তিনি চেন্নাইয়ের শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজে যাবেন। সম্প্রতি শাহরুখ টুইট করে লেখেন, ‘‘নমস্কার চেন্নাই। আমি আসছি। শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে-মেয়েরা তোমরা সব তৈরি তো? আমি তোমাদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। যদি তোমরা চাও, তোমাদের জন্য তা থাইয়া করতে পারি। দেখা হবে দুপুর ৩টের সময়।’’

Skip to content