রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক। ছবি: সংগৃহীত।

টলিউডে আবার বিয়ের খবর। পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী সোমবার সন্ধ্যায় এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন। উপস্থিত ছিলেন পরিবার ও কয়েকজন কাছের মানুষ। সেখানে সই-সাবুদ করেন পরমব্রত ও পিয়া। আইনি বিয়ে শেষ হওয়ার পরে পরমব্রত ছবিও পোস্ট করেন সমাজমাধ্যমে। বিয়ে নিয়ে অভিনেতা জানান, অনুষ্ঠানে কেবল দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। পরে বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।
পরমব্রত ও পিয়া রেশ কাটতে না কাটতেই ফের বিয়ের খবর শোনা যায়। এ বার জানা গিয়েছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউড অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক। তাঁরা বিয়ে করছেন ১৫ ডিসেম্বর।
আরও পড়ুন:

দিনদিন আপনার ত্বক যে আর্দ্রতা হারাচ্ছে বুঝবেন কীভাবে? রইল ৫টি সহজ উপায়

উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা

বেশ কয়েক মাস ধরেই সৌরভ এবং দর্শনার প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। তবে আচমকা তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে অনেকেই চমকেই গিয়েছেন। কারণ, সৌরভ এবং দর্শনা কেউই কোনও দিন তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। ‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ অভিনীত ওয়েব সিরিজ ‘অন্তরমহল’ মুক্তি পেয়েছে।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১৫: দিল মেরা বানজারা!

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-২৫: মন বলে আমি মনের কথা জানি না!

এদিকে, দর্শনা টলিউড, বলিউড এবং দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করে ফেলেছেন। সম্প্রতি এম কথাও ভাসছিল, একসঙ্গে একটি সিরিজে সৌরভ এবং দর্শনা অভিনয় করবেন। তবে এখন, টলিউডের এই জুটি ব্যস্ত তাঁদের আগামী ১৫ ডিসেম্বর বিয়ের প্রস্তুতি নিয়ে।

Skip to content