রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


‘অশ্লীলতা’-র দায়ে অভিযুক্ত বলিউড অভিনেতা রণবীর সিংহ।

অভিনেতা রণবীর সিংহকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ। অনাবৃত শরীরে ফোটোশ্যুট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তার জেরেই তাঁকে পুলিশ ডেকেছে। সম্প্রতি রণবীর একটি ফ্যাশন পত্রিকার জন্য নিরাবরণ হয়ে ফোটোশ্যুট করেছিলেন। সেই ছবি প্রকাশ্যে এলে তাঁকে নিয়ে পক্ষে-বিপক্ষে জোর চর্চা শুরু হয়। এই নিয়ে মুম্বইয়ের চেম্বুর থানায় অভিনেতার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের করা হয়। সে অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ রণবীরকে আগামী ২২ অগস্টের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে। তাঁকে নোটিসও পাঠিয়েছে পুলিশ।
যদিও পুলিশ যখন অভিনেতার বাড়িতে আসে তখন তিনি ছিলেন না। রণবীরের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, তিনি আগামী ১৬ অগস্ট ফিরবেন। এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চেম্বুর থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। অভিনেতার বিরুদ্ধে ওই স্বেচ্ছাসেবী সংস্থার মূল অভিযোগ রণবীরের নিরাবরণ ফোটোশ্যুট চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত করেছে।

Skip to content