শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করছেন রজনীকান্ত। ছবি: সংগৃহীত।

রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলর’ দেশজুড়ে ঝড় তুলেছে। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনী উপলক্ষে উত্তরপ্রদেশে গিয়েছিলেন ‘থালিইভা’। সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দেখা হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।
এই পর্যন্ত ঠিক থাকলেও, গোল বাঁধে অভিনেতার ব্যবহারে! সৌজন্য সাক্ষাৎকারের আগে ৭২ বছরের রজনীকান্ত বছরের ৫২-এর যোগীর পা ছুঁয়ে প্রণাম করেন। এতেই খাপ্পা অভিনেতার অনুরাগীরা। এ নিয়ে ভক্তরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। শেষমেশ চেন্নাইতে ফিরতেই রজনীকান্ত নিজের কৃতকর্মের সাফাই দেন।
আরও পড়ুন:

৩২ বছর পর আবার জুটি বাঁধছেন অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত?

সকালে খালি পেটে ঈষদুষ্ণ জল খান? শরীর সুস্থ রাখতে ৫ কারণে এই অভ্যাস খুবই উপকারী

রজনীকান্ত সর্বভারতীয় তারকা। অনুরাগীরা তাঁকে দেবতার মতো পুজো করেন। মহাতারকা হয়ে পা ছুঁয়ে প্রণাম করবেন তাঁর থেকে প্রায় ২০ বছরের ছোট রাজনীতিককে? অভিনেতার এমন আচরণে তাঁরা ব্যথিত। চেন্নাই ফিরতে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ‘থালিইভা’। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিনেতা জানান, ‘‘আমি সব সময়ই যোগী বা সন্ন্যাসীদের পা ছুঁয়ে প্রণাম করি। তিনি বয়সে বড় হোক বা ছোট হোক। তিনি যে প্রতিষ্ঠানেরই সঙ্গেই যুক্ত থাকুন না কেন, আমি এ ভাবেই তাঁকে সম্মান করি।”
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১১: মশ্যা রে তুঁহু মম শ্যাম-সমান

প্রথম আলো, পর্ব-২: পৃথিবীর কোথায় প্রথম হাসপাতাল গড়ে উঠেছিল?

সমাজমাধ্যমে একজন লিখেছেন, ‘‘তামিলনাড়ুতেই কি আত্মসম্মানটা রেখে এসেছেন?’’ অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না, এমনটা যে ঘটেছে! তাঁদের কথায়, ‘‘সত্যিই উনি যোগীর পাঁ ছুঁয়েছেন?’’ এমন হাজারো প্রশ্নে তোলপাড়া সমাজমাধ্যম। তাই তামিলনাড়ুতে ফিরতেই বিবৃতি দিয়ে ‘ড্র্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টা করলেন রজনীকান্ত!

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content