শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মালাবদল করলেন কাঞ্চন এবং শ্রীময়ী। ছবি: সমাজমাধ্যম।

তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ছিলই। বেশ কয়েক দিন ধরেই শোনা তাঁরা শীঘ্রই বিয়ে করতে চলেছেন। শেষমেশ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তারকা জুটির বিয়ের সেই ছবিও প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী শ্রীময়ী জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস্ ডে’র দিন আইনি মতে দু’জনের বিয়ে হয়েছে।
বিয়ের পরে শ্রীময়ী বলেন, “আমি বিশ্বাস করতেই পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি। আমরা একসঙ্গে সামনের দিনগুলি ভালো ভাবে কাটানোর কথা ভাবছি।” দুজন যে বিয়ে করতে পারেন এমন গুঞ্জন দীর্ঘদিন ধরেই ছিল। দু’জনের সম্পর্কও ছিল খোলামেলা। তাঁদের বিয়েতে বাধা ছিল কেবল কাঞ্চনের সঙ্গে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিয়ের আইনি বিচ্ছেদ। শেষমেশ গত ১০ জানুয়ারি তাঁদের আইনি বিচ্ছেদ হয়। সেই আইনি বিচ্ছেদের পরে অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের আর বিয়ে করতে কোনও বাধা ছিল না।
আরও পড়ুন:

মুক্তির ছ’মাস আগেই ‘পুষ্পা ৩’-এর ঘোষণা অল্লু অর্জুনের, ‘পুষ্পা ২’ আসছে ১৫ অগস্ট!

হিটে‌র হ্যাটট্রিক করেই কি শাহরুখ অবসর নিচ্ছেন? বাদশা জানিয়ে দিলেন কেমন হবে তাঁর শেষ সিনেমা!

শ্রীময়ীর এও জানান, “এখন মায়ের কাছেই আছি। তাঁরা ঘরোয়া ভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করছেন। সেই অনুষ্ঠান হবে আগামী ৬ মার্চ। কোথায় সেই অনুষ্ঠান হবে, তা এখনও ঠিক হয়নি। তবে অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবেন তার তালিকা প্রায় সারা। ৬ মার্চের পর থেকে আমরা দু’জনে একসঙ্গে থাকব।”

Skip to content