রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


হৃতিকের ছবি দেখে প্রতিক্রিয়া প্রেমিকা সাবা আজাদ থেকে প্রাক্তন স্ত্রী সুজান খানের। ছবি: সংগৃহীত।

তাঁর বয়স ৪৯ ছুঁইছুঁই। যদিও অভিনেতার চেহারা দেখে তা বোঝার উপায় নেই। সম্প্রতি তিনি খালি গায়ে ছবি দিয়েছেন সামাজ মাধ্যমের পাতায়। পরনে ট্র্যাক প্যান্ট, আর তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অন্তর্বাস। সাজানো এইট প্যাক অ্যাবস। বলিউডের ‘গ্রিক গড’ ছবির ক্যাপশনে লেখেছেন, ‘‘কোথায় শেষ দেখতে পাচ্ছি না।’’ হৃতিকের এই ছবি দেখে প্রেমিকা সাবা আজাদ থেকে প্রাক্তন স্ত্রী সুজান খান সবাই প্রতিক্রিয়া দিয়েছেন।
সম্প্রতি হৃতিক এই ছবি তাঁর ইনস্টাগ্রামে অনুরাগীদের জন্য ভাগ করে নেন। ছবিটিতে প্রায় ৯ লাখের কাছাকাছি লাইক পড়েছেন। হৃতিকের সঙ্গে সুজানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ২০১৪ সালে। যদিও এখনও দু’জনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এই ছবি দেতে অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান লাইক দিয়েছেন। পিছিয়ে নেই। বর্তমান প্রেমিকা সাবাও। প্রেমিকের এমন উষ্ণ ছবিতে বাইসেপ, ফায়ার ও হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবা। এছাড়াও তাপসী পন্নু, বিপাশা বসু, কিয়ারা আডবানি, প্রীতি জিন্টা, রাজকুমার রাওরা ছবিতে লাইক করেছেন।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২৭: আশাকে নিয়ে পঞ্চমের সব প্রশ্নের জবাব চিঠিতে জানিয়েছিলেন লতা

আয়ুষ্মানই ‘মহারাজ’, ডিসেম্বর থেকেই শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং

খুব শীঘ্রই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবিতে হৃতিককে দেখা যাবে। এখন তার প্রস্তুতি ব্যস্ত অভিনেতা। পরিচালক সিদ্ধার্থের কথায়, ‘ফাইটার’ দেশের প্রথম ‘এরিয়াল অ্যাকশন’ ছবি। এতে বেশ কিছু এরিয়াল স্টান্ট থাকছে। শূন্যে অ্যাকশনের দৃশ্যে অভিনয়ের জন্য শুটিং শুরু হওয়ার আগে থেকেই হৃতিক প্রস্তুতি নিয়েছেন। ছবির চিত্রনাট্য অনুযায়ী, দেশের বেশ কয়েকটি বিমানঘাঁটিতে ‘ফাইটার’ ছবির শুটিং হয়েছে। খবর, আগামী বছর জানুয়ারি মাসে ‘ফাইটার’ মুক্তি পাতে পারে।

Skip to content