বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

বাংলা বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে ৫টা ১৫ নাগাদ একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, ফুসফুসে সংক্রমণ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চলছিল চিকিৎসা। কিন্তু শুক্রবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন।
২০০৪ সালে অনিন্দিতা সর্বাধিকারীর পরিচালনায় ‘পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে’ তিনি অভিনয় করেছিলেন। ‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। ওই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেত্রী পায়েল দে। তাঁর পিসির চরিত্রে অভিনয় করছিলেন অনন্যা। অনন্যার মৃত্যুতে সেট জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
চলতি বছরের জুন মাসেই তাঁর স্বামী মারা যান। ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয়ের সঙ্গে যুক্ত। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। নেট মাধ্যমে অভিনেত্রীর ছবি শেয়ার করে তিনি লেখেন, “ওপরে ভালো থেকো অনন্যাদি”। অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, ‘ভালো মানুষরা তাড়াতাড়ি চলে যান!’ শ্রীলেখা মিত্র, সৌমিলি বিশ্বাস থেকে শুরু করে গায়ক জোজো সকলেই শোক প্রকাশ করে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন।

Skip to content