অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ছবি ‘ওএমজি২’। ছবিটি নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) ছাড়পত্র পাওয়া নিয়ে বেশ টানাপড়েন চলে। শেষমেশ ছবিটি দর্শকের ভালো লেগেছে। অভিনেতারা ভালো প্রতিক্রিয়া পেয়েছেন।
বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ‘ওএমজি২’। আয় ছাড়িয়ে গিয়েছে ৮০ কোটি টাকার বেশি। অক্ষয়, ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠীর এই ছবির বাজেট নিয়ে ইতিমধ্যে অনেক চর্চাও হয়েছে। সম্প্রতি ছবির প্রযোজক অজিত অন্ধ্রে নতুন তথ্য প্রকাশ্যে এনেছেন।
আরও পড়ুন:
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০: সুন্দরবনের রক্ষয়িত্রী বনবিবি
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৩: কানে ব্যথা? তেল দেবেন কি?
অক্ষয় ‘ওএমজি২’ ছবির বিনিময়ে এক টাকাও পারিশ্রমিক নেননি বলে অজিত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে প্রযোজক বলেন, “অক্ষয় কুমার ‘ওএমজি২’ ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি। শুধু তাই নয়, ছবিটি তৈরি করার জন্য তিনি বিভিন্ন ভাবে সাহায্য করেছেন।” এই প্রথম বার নয় অজিত এর আগেও অক্ষয়ের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। প্রযোজক এও জানিয়েছেন, অক্ষয় না এগিয়ে এলে ‘ওএমজি২’ ছবি তৈরির ঝুঁকি তিনি নিতে পারতেন না।
আরও পড়ুন:
পাখি সব করে রব, পর্ব-২: দুর্লভ পরিযায়ী পাখি ল্যাপউইং
কয়েক লক্ষ জিমেল এবং ইউটিউব অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগ্ল! আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত তো?
অজিত জানিয়েছেন, ‘ওএমজি২’ যে ভাবে তৈরি করা হয়েছে, তাতে তাঁরা একদমই ভয় পাননি। তবে ছবিটি ‘এ’ সার্টিফিকেট পাওয়ায় অনেকেই ‘ওএমজি২’ দেখতে পারছে না। যেমন
ছবিতে কাজ করা সত্ত্বেও ছবির অন্যতম অভিনেতা আরুষ বর্মা এখনও ছবি দেখে উঠতে পারেননি। আরুষ ছবিতে কান্তি শরণ মুদগলের ছেলে বিবেকের চরিত্রে অভিনয় করেছেন। এই অভিনেতা সেন্সর বোর্ডের কাছে ‘এ’ শংসাপত্র বদলের আবেদন জানিয়েছেন তিনি।
ছবিতে কাজ করা সত্ত্বেও ছবির অন্যতম অভিনেতা আরুষ বর্মা এখনও ছবি দেখে উঠতে পারেননি। আরুষ ছবিতে কান্তি শরণ মুদগলের ছেলে বিবেকের চরিত্রে অভিনয় করেছেন। এই অভিনেতা সেন্সর বোর্ডের কাছে ‘এ’ শংসাপত্র বদলের আবেদন জানিয়েছেন তিনি।