শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এখন ভেন্টিলশনে। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। মঙ্গলবার রাতে হঠাৎ করে তাঁর স্ট্রোক হয়। রক্ত জমাট বেঁধে যায় মাথায়। অভিনেত্রী এখান হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঐন্দ্রিলা এখন কোমায় রয়েছেন। সূত্র থেকে পাওয়া খবর, মঙ্গলবার রাতে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীর্ঘ ক্যানসার চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে তিনি কাজে ফিরেছিলেন। সম্প্রতি জি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে অভিনয় করছিলেন। প্রেমিক সব্যসাচী চৌধুরী তাঁর পাশে অভিনেত্রীর সব সময়ই ছিলেন। ঐন্দ্রিলাকে ‘ভাগাড়’ নামে একটি সিরিজেও অভিনয় করেছেন। অভিনেত্রী ‘জিয়নকাঠি’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। ‘ভোলে বাবা পার করেগা’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। বাংলা টেলিভিশনের জগতে কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে অভিনেত্রীকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।
আরও পড়ুন:

‘নো এন্ট্রি’র দ্বিতীয় পর্বে থাকছেন না সলমন? মুখ খুললেন পরিচালক আনিস বাজমি

উত্তম কথাচিত্র, পর্ব-৯: দুঃসময়ের স্মৃতিগুলো ‘কার পাপে’? [১৫/০৮/১৯৫২]

হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রী এখন কোমায় রয়েছেন। আপাতত ৪৮ ঘণ্টা না কাটলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা সম্ভব নয়। এই মুহূর্তে তাঁর শরীরের এক দিক অসাড় হয়ে গিয়েছে। সামান্য সামান্য নাড়াচাড়া করতে পারছেন বাঁ হাত। আর চোখ নড়ছে। তবে ঐন্দ্রিলার বয়স কম হওয়ায় তুলনায় ঝুঁকি কম মনে করছেন চিকিৎসকদের।

Skip to content