রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


অভিষেক বচ্চন ছবি : সংগৃহীত।

অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে আসা নতুন কিছু নয়। আজকাল রাজনীতি প্রায় একটি বিকল্প পেশা হিসেবে পরিণত হয়েছে। ভোটের আগে বাংলা ইন্ডাস্ট্রির অনেক নায়ক-নায়িকাদের এখন বিভিন্ন রাজনৈতিক শিবিরে দেখা যাচ্ছে। তবে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে পার্থক্য হল, বলিউডের তারকারা আগে যৌবনের বদলে অনেকটা দেরিতে রাজনীতিতে যোগ দিচ্ছিলেন। সুনীল দত্ত, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, জয়া বচ্চনের মতো অভিনেতারা বেশি বয়সেই বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেন।
টলিউডের ক্ষেত্রে আবার কেরিয়ারের সেরা সময়ে অভিনেতাদের সক্রিয় রাজনীতিতে দেখা গিয়েছে। যেমন দেব, নুসরত, মিমি চক্রবর্তীর মতো তারকারা আবার তাঁদের কেরিয়ারের সেরা সময়ে রাজনীতির ময়দানে নামে পড়েন। এ বার কি বলিপাড়ার সেই পুরানো ধারাকে ভাঙতে চলেছেন অভিষেক বচ্চন? কেরিয়ারের সেরা সময়ে রাজনীতিতে নাম লেখাবেন জুনিয়র বচ্চন!
আরও পড়ুন:

পেটের সংক্রমণে জেরবার, শেষমেশ মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানালেন পরিচালক হনসল মেহতা

অজানার সন্ধানে: এক লিটার পেট্রলে গাড়ি ছুটবে ১০০ কিমি! যুগান্তকারী যন্ত্র আবিষ্কার করেও রহস্যজনক ভাবে উধাও হন বিজ্ঞানী ওগলে

আগামী বছর লোকসভা নির্বাচন। শোনা যাচ্ছে, ২০২৪ এর নির্বাচনে অমিতাভ-পুত্রকে দেখা যাবে রাজনীতির ময়দানে। অভিনেতাকে নাকি সরাসরি ভোটের রাজনীতিতে দেখা যাবে। খবর, সমাজবাদী পার্টির হয়েই নাকি অভিষেক ভোটে লড়বেন। ১৯৮৪ সালে বাবা অমিতাভ বচ্চন এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে ছিলেন। জিতেও ছিলেন বিপুল ভোটে। তবুও বছর তিনেকের মধ্যেই রাজনীতি থেকে অবসর নেন শাহেনশাহ।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫: সুন্দরবন নামরহস্য

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-২৩: গোবিন্দর হেঁয়ালি

অভিষেকের মা জয়া বচ্চন অবশ্য ২০০৪ সালে থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে রাজসভার সদস্য অভিনেত্রী। তাহলে কি মায়ের দেখানো পথেই অভিষেক হাঁটতে চলেছেন? যদিও এ বিষয়ে অভিষেকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনও গুঞ্জনও শোনা যাচ্ছে, বিগ বি-র লোকসভা কেন্দ্র এলাহাবাদ থেকেই নাকি জুনিয়র বচ্চন ভোটে দাঁড়াতে পারেন।

অভিষেকের ‘দশভি’ ছবি গত বছর মুক্তি পেয়েছে। ছবিতে তাঁকে হরিয়ানার এক রাজনীতিকের চরিত্রে দেখা গিয়েছিল। তাহলে কি এ বার সত্যিই অভিষেককে রাজনীতির ময়দানে দেখা যাবে, শুরু হয়েছে জোরদার জল্পনা।

Skip to content