বক্স অফিসে একেবারে মুখথুবড়ে পড়েছে ‘লাল সিংহ চড্ডা’। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের এই ছবি দর্শকদের মন জয় করতে পারেনি। ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক কারণে ছবিটিকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। হয়েছে মামলাও। সব মিলিয়ে ছবিটি যেহেতু আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছে, সে কারণে আমির সিদ্ধান্ত নিয়েছেন পারিশ্রমিক নেবেন না।
আরও পড়ুন:
ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছেন বিগ-বি, রশ্মিকার হাতে লাটাই, ‘গুডবাই’ কবে মুক্তি পাচ্ছে?
উত্তম কথাচিত্র, পর্ব-১: আলোছায়ায় ‘দৃষ্টিদান’
ফোটোশ্যুটের নাম করে গোয়ায় নিয়ে গিয়ে সোনালিকে খুন! স্বীকার সুধীরের
ছোটদের যত্নে: শিশুকে কোন ওষুধ কখন খাওয়াবেন? ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কী? জানুন শিশু বিশেষজ্ঞের পরামর্শ
‘লাল সিংহ চড্ডা’ তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৮০ কোটি টাকা। এখনও পর্যন্ত ছবিটি ব্যবসা করেছে মাত্র ৬০ কোটি টাকার মতো। এই পরিস্থিতিতে আমির যদি তাঁর প্রাপ্য পারিশ্রমিক নেন তাহলে প্রযোজকের প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হবে। এ সব ভেবেই পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নেন আমির। ছবিটি তৈরি করতে প্রায় চার বছর সময় লেগেছে। প্রযোজনা সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১০০ কোটি টাকা ক্ষতির থেকেও বেশি আমির খানের পরিশ্রম।