রবিবার ১০ নভেম্বর, ২০২৪


শুরু থেকেই প্রথম পাঁচে বরাবরের জন্য থেকে এসেছে ‘আলতা ফড়িং’ ধারাবাহিক। ফড়িং তার নাচ এবং ওই ধারাবাহিকের জিমনাস্টিক ও অভিনয়ের যুগলবন্দীতে আবার হারানো গৌরব ফিরে পেয়েছে ‘ইস্মার্ট জোড়ি’ তে। সুশান্ত দাসের এই ধারাবাহিক চলতি সপ্তাহে ‘মিঠাই’-এর সঙ্গে লড়াইয়ে আবার একই নম্বর পেয়েছে। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮। আবার দ্বিতীয় স্থান নিয়েও সমানে সমানে লড়াই করছে ‘গাঁটছড়া’ এবং ‘গৌরী এলো’। দ্বিতীয় স্থানে রয়েছে তারা, পেয়েছে ৭.৭ নম্বর। গৌরীর অলৌকিক ক্রিয়া-কলাপে দর্শকরা মন্ত্রমুগ্ধ। আবার প্রতাপশালী ঋদ্ধিমান সিংহ রায়ের খড়ির কাছে আত্মসমর্পণ ধারাবাহিকে ঘটে চলা নানা অঘটন এর মধ্যেও যেন এক মিষ্টি বাতাস। ঠিক তেমনি ভাবেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে যথাক্রমে ‘ধূলোকণা’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এবং ‘মন ফাগুন’। লালন ও ফুলঝুরির বিয়ে এক নতুন চমক এই ধারাবাহিকে। অঙ্কুরের সহযোগিতায় সকল বাধা পেরিয়ে চার হাত এক হলেই বড় চমক ঘটতে পারে। এদিকে আবার লক্ষ্মী কাকিমার ভাড়া বাড়িতে এসে উৎসাহের শেষ নেই। সংসারে তার শুধু একটা প্রেশার কুকারের অভাব। তিনি ‘দিদি নাম্বার -১’ গিয়ে সেই অভাব পূরণের চেষ্টায় রয়েছেন। অন্যদিক ‘মন ফাগুন’ ধারাবাহিকে বহু বাধা পেরিয়ে ঋষিরাজ আর পিহু আবার এক হতে চলেছে। এই তিনটি ধারাবাহিকের নম্বর যথাক্রমে ৭.৪, ৬.৭ এবং ৬.৬। এছাড়াও জি বাংলায় গানের রিয়ালিটি শো ‘সারেগামাপা’ শুরু হতে না হতেই প্রথম দশের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে।

Skip to content