বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

আজকে আমরা কথা বলবো ‘Verb’ নিয়ে। ‘Noun’ যেমন যে কোনও কিছুর নাম বোঝায় বলে তাকে ‘Naming Word’ বলে, তেমনই ‘Verb’ যে কোনও কাজ বোঝায় এবং তাই তাকে ‘Doing Word’ বলে। বাংলায় যাকে আমরা ক্রিয়াপদ বলি, ইংরেজিতে সেটাই হল ‘VERB’, যে কোনও কাজই হল ‘Verb’
 

প্রত্যেকটি verb-এর তিনটি form বা গঠন থাকে।

Present form
Past form
Past Participle form
 

এই form অনুযায়ী verb-কে আমরা দু’ ভাগে ভাগ করতে পারি।

WEAK VERB বা REGULAR VERB
STRONG VERB বা IRREGULAR VERB

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: খুব সহজেই একঝলকে জেনে নিন Pronoun-এর খুঁটিনাটি

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১৭: অ্যাঁ, বলো কী নন্দলাল…!

যে সমস্ত verb-এর past form এবং past participle form, সেই verb-এর present form এর সঙ্গে -d, -ed বা -t যুক্ত করে তৈরি হয়। তাদের বলা হয় WEAK VERB বা REGULAR VERB
 

eg:

 

-d যুক্ত করে

love > loved > loved.
smile > smiled > smiled.
like > liked> liked.
 

-ed যুক্ত করে

walk > walked > walked
laughed > laughed > laughed
work > worked > worked

আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৩২: শুধু কি গানে, আবহসঙ্গীতেও তাঁর কাজ অসামান্য

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৮: পার্ক, ইট, এঞ্জয়

 

যদি verb টি ‘y’ দিয়ে শেষ হয় এবং ‘y’ এর আগে যদি vowel থাকে তখন -ed যুক্ত করা হয়।

play > played > played.
stay > stayed >stayed.
 

যদি verb টি ‘y’ দিয়ে শেষ হয় এবং ‘y’ এর আগে যদি consonant থাকে তখন ‘y’ টা ‘i’ হয়ে যায় এবং শুধু -d যুক্ত করা হয়।

cry c> ried > cried
fry > fried > fried
try > tried > tried
 

-t যুক্ত করে

burn > burnt > burnt
learn > learnt > learnt
dream > dreamt > dreamt
 

যাদের কোনো পরিবর্তন হয় না

cut > cut > cut
put > put >put
hit > hit > hit
burst > burst > burst

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭: সুন্দরবনের শিশুরক্ষক পাঁচুঠাকুর

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪০: ব্রণ হয়েছে? তার মানেই কি লিভার খারাপ?

এ বারে বলি সেই সমস্ত verb এর কথা যাদের past form এবং past participle form সেই verb-এর present form এর থেকে সম্পূর্ণ আলাদা শব্দ দিয়ে তৈরি হয়, তাদের বলা হয় Strong Verb বা Irregular Verb.
 

eg:

do > did > done
go > went > gone
drive > drove > driven
fly > flew > flown

লেখার সঙ্গে দেওয়া YouTube ভিডিওটি দেখলে আরও সহজ হয়ে যাবে বিষয়টি।

* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

Skip to content