ছবি: প্রতীকী। সংগৃহীত।
প্রত্যেকটি verb -এর তিনটি form বা গঠন থাকে।
এই form অনুযায়ী verb-কে আমরা দু’ ভাগে ভাগ করতে পারি।
ইংলিশ টিংলিশ: খুব সহজেই একঝলকে জেনে নিন Pronoun-এর খুঁটিনাটি
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১৭: অ্যাঁ, বলো কী নন্দলাল…!
eg:
-d যুক্ত করে
-ed যুক্ত করে
পঞ্চমে মেলোডি, পর্ব-৩২: শুধু কি গানে, আবহসঙ্গীতেও তাঁর কাজ অসামান্য
কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৮: পার্ক, ইট, এঞ্জয়
যদি verb টি ‘y’ দিয়ে শেষ হয় এবং ‘y’ এর আগে যদি vowel থাকে তখন -ed যুক্ত করা হয়।
যদি verb টি ‘y’ দিয়ে শেষ হয় এবং ‘y’ এর আগে যদি consonant থাকে তখন ‘y’ টা ‘i’ হয়ে যায় এবং শুধু -d যুক্ত করা হয়।
-t যুক্ত করে
যাদের কোনো পরিবর্তন হয় না
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭: সুন্দরবনের শিশুরক্ষক পাঁচুঠাকুর
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪০: ব্রণ হয়েছে? তার মানেই কি লিভার খারাপ?
eg:
লেখার সঙ্গে দেওয়া