বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

আজকের বিষয়টি খুবই সহজ, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করবো Singular আর Plural নিয়ে। সহজ বিষয় হলেও ছাত্রছাত্রীরা এমনকি আমরাও কখনও কখনও ভুল করে ফেলি। তাই মনে হল এই বিষয়ে একটি আলোচনা প্রয়োজন।
আমরা সকলেই জানি যে, singular মানে একটা, আর plural মানে একের বেশি। এটাও জানি যে সাধারণত singular noun-এর সঙ্গে ‘S’ যুক্ত করে plural করা হয়।
● book : books
● house : houses
● garden : gardens
● doctor : doctors
 

কিন্তু আবার কিছু ক্ষেত্রে ‘es’ যুক্ত হয়।

● mango : mangoes
● tomato : tomatoes
● potato : potatoes

লক্ষ্য করো যদি noun-এর শেষে ‘o’ থাকে আর তার আগে consonant থাকে, তখন ‘es’ যুক্ত হয়। কিন্তু যদি ‘o’-এর আগে vowel থাকে, তখন ‘s’ যুক্ত হয়।
● radio : radios
 

এ বারে দ্যাখো

● boy : boys
● toy : toys
● copy : copies
● city : cities
যদি nounটির শেষে ‘y’ থাকে আর তার আগে vowel থাকে তখন ‘s’ যুক্ত হয়। কিন্তু যদি nounটির শেষে ‘y’ থাকে আর তার আগে consonant থাকে, তখন ‘y’টা ‘i’ হয়ে যায় এবং সঙ্গে ‘es’ যুক্ত হয়।

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: সবাই যখন বলছেন ‘very happy’, আপনি বলুন ‘euphoric’

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৮: বাবা, ‘পিতা নোহসি’ বলো — এই কথাটি ঘুরেফিরেই কবির কানে বেজে উঠত

 

আবার দ্যাখো

● leaf : leaves
● thief : thieves
Noun-এর শেষে ‘f’ থাকলে, সেটা ‘v’ হয়ে যায় এবং সঙ্গে ‘es’ যুক্ত হয়। কিন্তু chief এর ক্ষেত্রে এটা হয় না।
● chief : chiefs
 

আরও দ্যাখো

● life : lives
● knife : knives
এখানেও ‘f’টা ‘v’ হয়ে যায় এবং যেহেতু ‘e’ আছেই, তাই শুধু ‘s’ যুক্ত হয়। কিন্তু roof-এর plural-এ কিন্তু শুধু ‘s’ যুক্ত হয়।
● roof : roofs
যদি singular noun-গুলো s, ss, x, sh, ch দিয়ে শেষ হয় তখন তাদের plural করতে ‘es’ যুক্ত করা হয়।
● bus : buses
● class : classes
● box : boxes
● bush : bushes
● church : churches

আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২১: পঞ্চমের সুরের মাদকতায় বুঁদ হয়ে আশা গাইলেন সেই তোলপাড় করা গান ‘পিয়া তু আব তো আজা…’

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৯: ডায়াবেটিসে কি আলু একদম বন্ধ?

এখানে মনে রাখতে হবে ‘ch’-এর উচ্চারণ যদি ‘চ’ হয় যেমন church , তখন ‘es’ হবে। কিন্তু ‘ch’ এর উচ্চারণ যদি ‘ক’ হয় যেমন stomach , তখন ‘s’ হবে।
● stomach : stomachs
● monarch : monarchs
 

এ বারে দ্যাখো

এমন কিছু noun আছে যার plural একেবারে অন্যরকম হয়।-
● man : men
● woman : women
● child : children
● ox : oxen
● nucleus : nuclei
● fungus : fungi
● bacterium : bacteria
● curriculum : curricula

আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৬: মজল আঁখি মজেছে মন, ইমোজি তোদের ডাকল যখন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬: নাম দিয়ে যায় চেনা

কিছু কিছু noun আছে যেগুলো ‘s’ যোগ না করেও plural বোঝায়। furniture, information, news, people. আবার কিছু noun আছে যেগুলোর plural ফর্মই শুধু হয়, যেমন— spectacles, trousers, scissors.

আশা রাখছি singular এবং plural নিয়ে আর কোনও ভুল তোমদের হবে না। লেখার সঙ্গে দেওয়া YouTube video linkটি দ্যাখো, আরও কিছু উদাহরণ পাবে।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

Skip to content