রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এই ‘r’ অক্ষরটি বেশ গোলমেলে! কখনও এর উচ্চারণ হয়, আবার কখনও নীরব থেকে যায়।
 

এসো আগে দেখি কোথায় ‘r’ এর উচ্চারণ হয় না

 

যখন ‘r’ শব্দের শেষে বসে এবং তার আগে একটা vowel থাকে।

vowel + r (last letter)
far – ফা
Sir – সা্
fear – ফিয়া
cover – কাভা
ever – এভা
for – ফ

 

যখন শব্দের মধ্যে vowel + r + consonant বসে।

start ( a + r + t) – স্টাট
court (u + r + t) – কোট
apart ( a + r + t) – আপাট
perform (e + r + f) ( o + r + m) – পা্ফম

 

এবারে দেখি কোথায় ‘r’ এর উচ্চারণ হয়।

সাধারণত ‘r’ এর পরে vowel থাকলে, তখন ‘r’ -এর উচ্চারণ হয়।
r + vowel
respect – রেস্পেক্ট ( r + e)
religion – রিলিজিয়ন ( r+ e)
roam – রোম (r + o)
repeat – রিপিট (r +

 

এবারে দেখবো দুটো এমন শব্দ যেগুলো ভীষণ ভুল বানান, অর্থ এবং উচ্চারণের শিকার হয়।

from এবং form

FROM – এখানে ‘r’ এর পরে vowel আছে তাই এখানে ‘r’ এর উচ্চারণ হবে, অর্থাৎ উচ্চারণটি হবে ‘ফ্রম’। এই শব্দটি একটি preposition এবং এর অর্থ হল ‘থেকে’।

eg: I go home from school. (আমি স্কুল থেকে বাড়ি যাই।)

FORM -এখানে ‘r’ এর আগে vowel আর পরে consonant আছে (o + r + m), অতএব এখানে ‘r’ এর উচ্চারণ হবে না, অর্থাৎ উচ্চারণটি হবে ‘ফম’।

এই শব্দটি একটি noun এবং এর অর্থ হল পূর্ণ করতে দেওয়া হয়েছে যে সূচী। যেটা আমরা প্রায়ই form-fill up বলে থাকি।

আজ এই পর্যন্ত থাক। লেখার সঙ্গে দেওয়া YouTube video linkটি সবাই দ্যাখো, আরও কিছু উদাহরণ দেওয়া আছে।


Skip to content