ছবি প্রতীকী
এসো আগে দেখি কোথায় ‘r’ এর উচ্চারণ হয় না
যখন ‘r’ শব্দের শেষে বসে এবং তার আগে একটা vowel থাকে।
যখন শব্দের মধ্যে vowel + r + consonant বসে।
এবারে দেখি কোথায় ‘r’ এর উচ্চারণ হয়।
সাধারণত ‘r’ এর পরে vowel থাকলে, তখন ‘r’ -এর উচ্চারণ হয়।
এবারে দেখবো দুটো এমন শব্দ যেগুলো ভীষণ ভুল বানান, অর্থ এবং উচ্চারণের শিকার হয়।
FROM – এখানে ‘r’ এর পরে vowel আছে তাই এখানে ‘r’ এর উচ্চারণ হবে, অর্থাৎ উচ্চারণটি হবে ‘ফ্রম’। এই শব্দটি একটি preposition এবং এর অর্থ হল ‘থেকে’।
eg: I go home from school. (আমি স্কুল থেকে বাড়ি যাই।)
FORM -এখানে ‘r’ এর আগে vowel আর পরে consonant আছে (o + r + m), অতএব এখানে ‘r’ এর উচ্চারণ হবে না, অর্থাৎ উচ্চারণটি হবে ‘ফম’।
এই শব্দটি একটি noun এবং এর অর্থ হল পূর্ণ করতে দেওয়া হয়েছে যে সূচী। যেটা আমরা প্রায়ই form-fill up বলে থাকি।
আজ এই পর্যন্ত থাক। লেখার সঙ্গে দেওয়া