ছবি প্রতীকী
এই বাক্যে বইটি যে রামের, সেটি বোঝাতে Ram-এর ঠিক পরেই একটা comma (’) উপরে বসানো হয়েছে এবং তার পরে ‘s’ বসানো হয়েছে। এই commaটিকে(’) বলা হয় APOSTROPHE।
সাধারণত APOSTROPHE-এর ব্যবহার দুটি ক্ষেত্রে হয়ে থাকে
আগে APOSTROPHE-এর প্রথম ব্যবহারটা দিয়ে শুরু করি
eg:
একদম প্রথমে দেওয়া বাক্যটির মতো পরের বাক্যগুলিতেও ‘কারও কিছু’ বোঝানো হয়েছে, যেমন: মায়ের কলম, ছেলেটির বাড়ি, মালার বাবা ইত্যাদি।
এই সব ক্ষেত্রে আমরা প্রথমে Apostrophe এবং তারপর ‘s’ বসিয়েছি।
দর্শকের কটূক্তি নয়, বরং প্রেক্ষাগৃহে ‘লাইগার’ দেখে বিরক্ত স্বয়ং ছবির নায়ক বিজয় দেবেরাকোন্ডা
এবারে দ্যাখো
এখানে কিন্তু ‘boys’ plural, কারণ স্কুলে একজন ছেলে পড়ে না, অনেক ছেলে পড়ে। এক্ষেত্রে যেহেতু ‘boys’-এর শেষে ‘s’ আগেই বসে গিয়েছে। তাই আমরা ‘s’-এর পরে শুধু ‘apostrohe’ (‘) টাই বসাবো।
এখানেও কিন্তু ‘girls’ plural, কারণ কমন রুমটা একজন মেয়ের নয়, অনেক মেয়ের।
কিন্তু কিছু কিছু noun থাকে যাদের plural ‘s’ যুক্ত করে হয় না। যেমন: men, women, children etc.
এদের ক্ষেত্রে কিন্তু possession বোঝালে (‘)s বসানো হবে।
eg :
গায়ে কোনও পোশাক নেই, শুধু তবক মেখে ক্যামেরার সামনে উরফি!
এবারে আসি APOSTROPHE র দ্বিতীয় ব্যবহারে।
APOSTROPHE-এর দ্বিতীয় ব্যবহার করা হয় CONTRACTIONS-এর ক্ষেত্রে।