শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আগের ক্লাসগুলোতে আমরা যত ধরনের বাক্য উদাহরণ হিসেবে ব্যবহার করেছি তার সবগুলোই ছিল ASSERTIVE SENTENCE অর্থাৎ কোনও বক্তব্য বা STATEMENT. এবারে আমরা দেখবো কীভাবে INTERROGATIVE SENTENCE অর্থাৎ প্রশ্ন বা QUESTIONএর Voice Change করা যায়।
প্রথমেই বলি QUESTION দু’ ধরনের হয়।

1. Yes/No Question
2. Wh-Question

Yes/No Question হল সেই সমস্ত প্রশ্ন যারা Do, Does, Did, Be verb, Have verb এবং Modals দিয়ে শুরু হয়। এদের উত্তর ‘হ্যাঁ’ অথবা ‘না’ হয়।

eg:
1. Do you speak English?
2. Is it raining?
3. Have you eaten your breakfast?
4. Can I come in?
5. May I borrow your pen?
6. Would you come with me?

ভালো করে দ্যাখো, উপরের সবকটি প্রশ্নের উত্তর হয় ‘Yes’ হবে অথবা ‘No’ হবে। এই ধরনের প্রশ্নকেই বলা হয় Yes/No Question.

এবারে আসি Wh-Questionএর প্রসঙ্গে।
Wh-Question হল সেই সমস্ত প্রশ্ন যারা Wh-word অর্থাৎ What, Who, Whom, When, Why, Where, How etc দিয়ে শুরু হয় এবং এদের নির্দিষ্ট উত্তর থাকে।

eg:
1. Who is reading this book?
2. Which house have you bought?
3. Whom did you give the money?
4. When will he do the work?
5. Why have you spent all the money?
6. What did they do?

Yes/No Question এবং Wh-Question— এই দুই ধরনের প্রশ্নকেই কিন্তু Active থেকে Passive-এ নিয়ে যাওয়া যায়।

আজকে আমরা আলোচনা করবো কীভাবে Yes/No Questionএর Voice Change করা যায় সেটা নিয়ে।

প্রথমে দেখি সেই Yes/No Question যেগুলো Do, Does, Did দিয়ে শুরু হচ্ছে—

eg:
Do you speak English? (Active)

এখানে you হল Subject, Do আর speak হল verb আর English হল object. এখানে আমরা দেখছি ‘Do speak’ Simple Present Tense-এ আছে আর Object ‘English’ singular number, অতএব, Passive এ নিয়ে যেতে গেলে আমাদের সবার প্রথমে Is বসাতে হবে, তারপর Object ‘English’-কে সামনে নিয়ে আসতে হবে, তারপর speak এর past participle form ‘spoken’ বসাতে হবে, তারপর by you বসিয়ে ‘?’ অবশ্যই দিতে হবে।

Is English spoken by you? (Passive)

Does এবং Did দিয়ে উদাহরণ নীচের YouTube link এ দিয়েছি।

এবারে আমরা সেই সব Yes/No Question এর Voice Change করবো যেগুলো be verb (is,am,are,was,were) দিয়ে শুরু হয়।

eg:
1. Are you reading this book? (Active)

এখানে you হল Subject, Are reading হল verb আর this book হল object। এখানে আমরা দেখছি ‘Are reading’ Present Continuous Tense-এ আছে আর Object ‘this book’ singular number, অতএব, Passive-এ নিয়ে যেতে গেলে আমাদের সবার প্রথমে ‘Is’ বসাতে হবে, তারপর Object ‘this book’-কে সামনে নিয়ে আসতে হবে, তারপর being বসাতে হবে, তারপর read এর past participle form ‘read’ বসাতে হবে, তারপর by you বসিয়ে ‘?’ অবশ্যই দিতে হবে।

1. Is this book being read by you? (Passive)
2. Was he cleaning the rooms? (Active)

এখানে he হল Subject, Was cleaning হল verb আর the rooms হল object। এখানে আমরা দেখছি ‘Was cleaning’ Past Continuous Tense-এ আছে আর Object ‘the rooms’ plural number, অতএব, Passive এ নিয়ে যেতে গেলে আমাদের সবার প্রথমে Were বসাতে হবে, তারপর Object ‘the rooms’-কে সামনে নিয়ে আসতে হবে, তারপর being বসাতে হবে, তারপর clean এর past participle form ‘cleaned’ বসাতে হবে, তারপর by him বসিয়ে ‘?’ অবশ্যই দিতে হবে।


Were the rooms being cleaned by him? (Passive)


Be verb দিয়ে শুরু হওয়া Yes/No Question এর Voice Change এর আরও কিছু উদাহরণ নীচের YouTube link এ দিয়েছি।
এবারে আসি সেই সব Yes/No Questionএর Voice Changeএ যেগুলো have verb (has, have, had) দিয়ে শুরু হয়।

eg:
Have you done the work? (Active)

এখানে you হল Subject, Have done হল verb আর the work হল object. এখানে আমরা দেখছি ‘Have done’ Present Perfect Tenseএ আছে আর Object ‘the work’ singular number, অতএব, Passive এ নিয়ে যেতে গেলে আমাদের সবার প্রথমে Has বসাতে হবে, তারপর Object ‘the work’-কে সামনে নিয়ে আসতে হবে, তারপর been বসাতে হবে, তারপর done বসাতে হবে (কারণ do-এর past participle form ‘done’), তারপর by you বসিয়ে ‘?’ অবশ্যই দিতে হবে।

Has the work been done by you? (Passive)

Have verb দিয়ে শুরু হওয়া Yes/No Question এর Voice Change এর আরও কিছু উদাহরণ নীচের YouTube link এ দেওয়া আছে ।

এবারে আমরা দেখবো সেই সব Yes/No Question এর Voice Change যেগুলো modals (can, could, may, might,will, would, shall, should, must etc) দিয়ে শুরু হয়।

eg:
1. Can you speak French? (Active)

এখানে you হল Subject, Can speak হল verb আর French হল object.
Modal দিয়ে শুরু হওয়া প্রশ্নকে Passive এ নিয়ে যেতে গেলে আমাদের সবার প্রথমে Active-এ যে modal-টি আছে, সেটিকে নাবিয়ে আনতে হবে (এক্ষেত্রে Can নেবে আসবে), তারপর Object ‘French’-কে সামনে নিয়ে আসতে হবে, তারপর be বসাতে হবে, তারপর speak এর past participle form ‘spoken’ বসাতে হবে, তারপর by you বসিয়ে ‘?’ অবশ্যই দিতে হবে।

1. Can French be spoken by you? (Passive)

2. May I borrow your pen? (Active)

এখানে I হল Subject, May borrow হল verb আর your pen হল object.
নিয়ম অনুযায়ী আমরা প্রথমে May-কে নাবিয়ে আনবো, তারপর Object ‘your pen’-কে সামনে নিয়ে আসতে হবে, তারপর be বসাতে হবে, তারপর borrow-এর past participle form ‘borrowed’ বসাতে হবে, তারপর by me বসিয়ে ‘?’ অবশ্যই দিতে হবে।

May your pen be borrowed by me? (Passive)
Modal দিয়ে শুরু হওয়া Yes/No Question-এর Voice Change এর আরও কিছু উদাহরণ YouTube link-এ দিলাম।
তোমারা লিঙ্কটা ভালো করে দ্যাখো আর লেখাটা মন দিয়ে পড়ো। এর পরের দিন আমরা Wh-Questionএর Voice Change নিয়ে আলোচনা করবো।

Skip to content