রবিবার ৬ অক্টোবর, ২০২৪


আজকের বিষয় হল Negative Sentences, Modals এবং Infinitives-এর Voice Change কীভাবে হয়।
 

NEGATIVE SENTENCES

চলো আগে দেখি Negative Sentence কাকে বলে?
যে বাক্যে not, no, none, never, neither, nor-এর মতো না-বাচক শব্দ থাকে, তাকে বলে Negative Sentence বা না-বাচক বাক্য।
(তোমাদের সুবিধার জন্য Sentence কত রকমের হয় সেটা নীচের YouTube লিঙ্কে আলোচনা করে দিয়েছি।)
Active Voice-এর বাক্যটি যদি Negative Sentence হয়, যেমন:
eg. 1. She does not teach English. (Active)
এখানে ‘She’ হল subject, does not teach হল verb আর English হল object. এই বাক্যটিকে Passiveএ নিয়ে যেতে হলে প্রথমে English-কে সামনে আনতে হবে। তারপর be verb ‘is’ বসাতে হবে (কারণ এখানে ‘English’ singular এবং ‘does not teach’ Simple Present Tense-এ আছে) তারপর not, তারপর teach-এর past participle form ‘taught’ এবং শেষে by her বসাতে হবে।
English is not taught by her. (Passive)
eg. 2. He is not cleaning the room. (Active)

এখানে ‘He’ হল subject, is not cleaning হল verb আর the room হল object. এই বাক্যটিকে Passive-এ নিয়ে যেতে হলে প্রথমে the room-কে সামনে আনতে হবে, তারপর be verb ‘is’ বসাতে হবে (কারণ এখানে ‘room’ singular এবং ‘is not cleaning’ Present Continuous Tense-এ আছে) তারপর not, তারপর being, তারপর clean-এর past participle form ‘cleaned’ এবং শেষে by him বসাতে হবে।
The room is not being cleaned by him. (Passive)
eg. 3. I have not painted the picture. (Active)

এখানে ‘I’ হল subject, have not painted হল verb আর the picture হল object. এই বাক্যটিকে Passive-এ নিয়ে যেতে হলে প্রথমে the picture-কে সামনে আনতে হবে। তারপর have verb ‘has’ বসাতে হবে (কারণ এখানে ‘picture’ singular এবং ‘have not painted’ Present Perfect Tense-এ আছে) তারপর not, তারপর been, তারপর paint-এর past participle form ‘painted’ এবং শেষে by me বসাতে হবে।
The picture has not been painted by me. (Passive)
 

MODALS

এবারে আসি Modals-এর প্রসঙ্গে। Modals কাকে বলে?
Modals হল এক ধরনের সাহায্যকারী বা Auxiliary verb যার কাজ হল main verb-এর আগে বসে তার অর্থ, ভাব বা ভঙ্গি কে আরও ভালোভাবে প্রকাশ করা। সাধারণত উপদেশ বা পরামর্শ দেওয়া, অনুরোধ করা, অনুমতি নেওয়া, সম্ভাবনা বোঝানো, সামর্থ্য বা অসামর্থ্য বোঝানোর ক্ষেত্রে Modalsএর ব্যবহার করা হয়। Modals-এর উদাহরণগুলি হল: can, could, may, might, shall, should, will, would, must, ought to etc. Modals সবসময় Main Verb-এর আগে বসে।

Active Voice-এর বাক্যে যদি Modalsএর ব্যবহার থাকে তাহলে তাকে Passive নিয়ে যেতে গেলে কী করতে হয় চলো দেখি:
eg 1. She can drive a car. (Active)

এখানে ‘She’ হল subject, can হল modal, drive হল main verb এবং a car হল object. প্রথমে a car সামনে আসবে, তারপর can বসবে, তারপর be বসবে, তারপর drive-এর past participle form ‘driven’ বসবে, তারপর by her বসবে।
A car can be driven by her. (Passive)
eg 2. You must read the letter.

এখানে You হল subject, must হল modal, read হল main verb এবং the letter হল object. প্রথমে the letter সামনে আসবে, তারপর must বসবে, তারপর be বসবে, তারপর read-এর past participle form ‘read’ বসবে, তারপর by you বসবে।
The letter must be read by you. (Passive)
তাহলে formula-টা হল:
object + modal + be + past participle form of verb + by + subject
Modal দিয়ে আরও কিছু উদাহরণ নীচের YouTube linkএ দেওয়া আছে।

 

INFINITIVES

Infinitives কাকে বলে? Infinitives হল একটি non-finite verb যাতে verb-এর আগে to বসে। Active Voice-এর বাক্যে Infinitive নানান ভাবে থাকতে পারে:
eg 1. I know him to be a good student. (Active)
এখানে ‘I’ হল subject, know হল verb, him হল indirect object, to be হল infinitive. প্রথমে ‘He’ সামনে আসবে, তারপর ‘is’ বসবে (কারণ ‘he’ singular আর ‘know’ Simple Present Tense-এ আছে)। তারপর know-এর past participle form ‘known’ বসবে। তারপর to be a good student বসবে। এখানে আর by me বসানোর প্রয়োজন নেই, কারণ এখানে Subject ‘I’ বা আমি থাকলেও জানাটা আমার একার বোঝাচ্ছে না। যেটা আমি জানি সেটা সাধারণ ভাবে অনেকেই জানে, তাই এই ক্ষেত্রে Passive-এ নির্দিষ্ট Subject থাকছে না।
He is known to be a good student. (Passive)
eg 2. I am to receive the guests.
এখানে ‘I’ হল subject, ‘am’ হল verb, to receive হল infinitive এবং the guests হল indirect object. প্রথমে the guests সামনে আসবে, তারপর are বসবে (কারণ ‘the guests’ plural আর ‘am’ Simple Present Tense-এ আছে), তারপর to be বসবে, তারপর receive-এর past participle form ‘received’ বসবে, তারপর by me বসবে।
The guests are to be received by me. (Passive)
খেয়াল করে দ্যাখো ওপরের দুটি বাক্যের infinitive-এর কিন্তু দু’ রকম ভাবে Voice Change হল।

Infinitive দিয়ে আরও কিছু উদাহরণ YouTube link-এ দেওয়া আছে।


Skip to content