বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আজ আমরা দেখবো বিভিন্ন Tense-এর ক্ষেত্রে কীভাবে Voice Change করা হয়।
 

Simple Present বা Present Indefinite Tense

কোনও দৈনন্দিন অভ্যাস বা রোজ করা হয় এমন কাজ এবং কোনও চিরসত্য বোঝতে আমরা এই Tense-এর ব্যবহার করে থাকি। বাক্যের Subject যদি third person singular number হয়, তাহলে আমরা verb-এর সঙ্গে ‘s’ বা ‘es’ যুক্ত করে থাকি:
eg. He writes a letter. (Active)
এখানে He হল subject, writes হল verb যেটি Simple Present Tenseএ আছে, আর letter হল object.
এই বাক্যটিকে Passive-এ নিয়ে যেতে গেলে a letter সামনে চলে আসবে, তারপর যেহেতু ‘a letter’ singular আর ‘writes’ Simple Present Tenseএ আছে তাই is বসবে এবং write-এর past participle form ‘written’ বসবে, তারপর by him বসবে।
Passive: A letter is written by him.
 

Present Continuous Tense

বর্তমানে কোনও কাজ চলছে বোঝাতে এই Tense-এর ব্যবহার করা হয়। এই Tense-এর ক্ষেত্রে প্রথমে Subject, তারপর is/am/are (subject I হলে am, Third person Singular number হলে is আর Plural হলে are), তারপর Verb-এর সঙ্গে ing যুক্ত করা হয়।
eg. He is writing a letter. (Active)
এখানে He হল subject, is writing হল verb যেটি Present Continuous Tenseএ আছে, আর letter হল object. এই বাক্যটিকে Passive-এ নিয়ে যেতে গেলে a letter সামনে চলে আসবে, তারপর যেহেতু ‘a letter’ singular আর ‘is writing’ Present Continuous Tense-এ আছে তাই is being বসবে এবং write-এর past participle form ‘written’ বসবে, তারপর by him বসবে।
Passive: A letter is being written by him.
 

Present Perfect Tense

কোনও কাজ যা নিকট অতীতে শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনও রয়ে গিয়েছে, এই ধরনের কাজ বোঝাতে Present Perfect Tense ব্যবহার করা হয়। এই Tense -এর ক্ষেত্রে প্রথমে Subject, তারপর has/have (subject third person singular number হলে has আর plural হলে have), তারপর Verb-এর past participle form বসানো হয়।
eg. He has written a letter. (Active)
এখানে He হল subject, has written হল verb যেটি Present Perfect Tense-এ আছে, আর letter হল object. এই বাক্যটিকে Passiveএ নিয়ে যেতে গেলে a letter সামনে চলে আসবে, তারপর যেহেতু ‘a letter. singular আর ‘has written’ Present Perfect Tense-এ আছে তাই has been বসবে এবং write-এর past participle form ‘written’ বসবে, তারপর by him বসবে।
Passive: A letter has been written by him.
 

Simple Past Tense

কোনো কাজ অতীতে শেষ হয়েছে বোঝাতে আমরা Simple Past Tense-এর ব্যবহার করে থাকি। এই Tense-এর ক্ষেত্রে প্রথমে Subject তারপর Verbএর past form বসানো হয়।
eg. He wrote a letter.
এখানে He হল subject, wrote হল verb যেটি Simple Past Tenseএ আছে, আর letter হলো object.
এই বাক্যটিকে Passive-এ নিয়ে যেতে গেলে a letter সামনে চলে আসবে, তারপর যেহেতু ‘a letter’ singular আর ‘wrote’ Simple Past Tense-এ আছে তাই was বসবে, তারপর write-এর past participle form ‘written’ বসবে, তারপর by him বসবে।
Passive: A letter was written by him.
 

Past Continuous Tense

কোনও কাজ যা অতীতে চলছিল বোঝাতে আমরা Past Continuous Tense ব্যবহার করে থাকি। এই Tense-এর ক্ষেত্রে প্রথমে Subject, তারপর was/were (subject I হলে was, third person singular number হলে was আর plural হলে were), তারপর Verb-এর সঙ্গে ing যুক্ত করা হয়।
eg. He was writing a letter. (Active)
এখানে He হল subject, was writing হল verb যেটি Past Continuous Tenseএ আছে, আর letter হল object ।
এই বাক্যটিকে Passive-এ নিয়ে যেতে গেলে a letter সামনে চলে আসবে, তারপর যেহেতু ‘a letter’ singular আর ‘was writing’ Past Continuous Tense-এ আছে তাই was being বসবে এবং write-এর past participle form ‘written’ বসবে, তারপর by him বসবে।
Passive: A letter was being written by him.

 

Past Perfect Tense

একই বাক্যে যদি অতীতে ঘটে যাওয়া দুটি কাজ থাকে তাহলে আগের কাজটি বোঝাতে আমরা Past Perfect Tense ব্যবহার করে থাকি। এই Tense-এর ক্ষেত্রে প্রথমে Subject, তারপর had, তারপর Verbএর past participle form বসানো হয়।
eg. He had written a letter. (Active)
এখানে He হল subject, had written হল verb যেটি Past Perfect Tense-এ আছে, আর letter হল object. এই বাক্যটিকে Passiveএ নিয়ে যেতে গেলে a letter সামনে চলে আসবে, আর যেহেতু ‘had written’ Past Perfect Tense-এ আছে তাই had been বসবে এবং writeএর past participle form ‘written’ বসবে, তারপর by him বসবে।
Passive :- A letter had been written by him.
 

Simple Future Tense

কোনও কাজ ভবিষ্যতে করা হবে বোঝাতে আমরা Simple Future Tense ব্যবহার করে থাকি। এই Tense-এর ক্ষেত্রে প্রথমে Subject, তারপর will/shall এবং তারপর Verbএর present form বসানো হয়।
(will/shall বসানোর নিয়মটা বিস্তারিত জানতে নীচে দেওয়া YouTube link-এ ক্লিক করো)
eg. He will write a letter.
এখানে He হল subject, will write হল verb যেটি Simple Future Tenseএ আছে, আর letter হল object.
এই বাক্যটিকে Passive-এ নিয়ে যেতে গেলে a letter সামনে চলে আসবে, তারপর যেহেতু ‘will write’ Simple Future Tense-এ আছে তাই will বসবে, তারপর be বসবে, তারপর write-এর past participle form ‘written’ বসবে, তারপর by him বসবে।
Passive: A letter will be written by him.
 

Future Perfect Tense

কোনও কাজ যা ভবিষ্যতে সম্পূর্ণ হবে বোঝাতে Future Perfect Tense ব্যবহার করা হয়। এই Tense-এর ক্ষেত্রে প্রথমে Subject, তারপর will/shall, তারপর have, তারপর Verbএর past participle form বসানো হয়।
eg. He will have written a letter. (Active)
এখানে He হল subject, will have written হল verb যেটি Future Perfect Tenseএ আছে, আর letter হল object ।

এই বাক্যটিকে Passive-এ নিয়ে যেতে গেলে a letter সামনে চলে আসবে, তারপর যেহেতু ‘will have written’ Future Perfect Tense-এ আছে তাই will have been বসবে এবং write-এর past participle form ‘written’ বসবে, তারপর by him বসবে।
Passive: A letter will have been written by him.

আজকে এই পর্যন্ত থাক। প্রতিটি Tense-এর ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম দিলাম, তোমরা সেগুলো ভালো করে অনুশীলন করো। নীচে একটা ‘YouTube video link’ দেওয়া আছে, সেটা মন দিয়ে দ্যাখো, বুঝতে আরও সুবিধে হবে। আরও কিছু উদাহরণ ভিডিওতে দেওয়া আছে তোমাদের জন্য।


Skip to content