ছবি প্রতীকী
আজ আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করবো। এমন অনেক শব্দ থাকে যেগুলোর বানান লেখার সময় আমরা যে ‘Alphabet’গুলি লিখি, তার সবগুলো উচ্চারণ করি না বা একই ‘Alphabet’-এর উচ্চারণ বিভিন্ন রকম হতে দেখি। আজ সেই সমস্ত ‘Word’ নিয়েই আলোচনা করবো।
প্রথমেই বলবো ‘th’-এর উচ্চারণ নিয়ে
‘th’-এর উচ্চারণ দু’ রকমের হয়:
Eg: Them-দেম
Eg: Through — থ্রু
Eg:
Eg: Through— থ্রু
Eg: rough — রাফ
Eg: Palm — পাম
Eg: doubt — ডাউট
আজ এই পর্যন্ত থাক। সঙ্গে দেওয়া
সংশোধনী: আজ শুক্রবার ‘দেখছি, লিখছি কিন্তু বলছি না’ শীর্ষক যে ভিডিওটি ‘YouTube’-এ আপলোড করা হয়েছে তাতে একটি সংশোধন রয়েছে। ‘b’ অক্ষরটি ‘silent’ বোঝাতে গিয়ে ‘debut’ শব্দটি উদাহরণ স্বরূপ দেওয়া হয়েছে। কিন্তু এখানে ‘b’ নয়, ‘t’ অক্ষরটি ‘silent’. পরের ক্লাসে আরও বিশদে এটি নিয়ে আলোচনা করা হবে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত ও মার্জনাপ্রার্থী।