বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ দ্বিতীয় ক্লাস। আজ আলোচনা করবো Unseen Comprehension এবং Grammar and Vocabulary অংশ দুটি নিয়ে। মনে রেখো Reading Comprehension (Unseen)-এর passageটি কিন্তু একটু বেশি পড়তে হবে Seen passage দুটির চেয়ে কারণ এই passageটি নতুন। এটা তোমরা আগে পড়নি।
প্রথমে unseen passageটি পরপর চার বার মন দিয়ে পড়ো। তারপর প্রশ্নগুলো ভালো করে দ্যাখো এবং সম্ভাব্য উত্তরগুলি pencil দিয়ে দাগ দিয়ে নাও। এরপর আরও একবার passageটি পড়ো। এতক্ষণে দেখবে passage-এর প্রায় পুরোটাই বুঝতে পারছো, এবং প্রশ্নের উত্তরগুলোও পেয়ে গিয়েছ। এবার উত্তরগুলো পেন দিয়ে লিখে ফ্যালো।
Unseen Passage-এর Multiple Choice Question-এর ক্ষেত্রে দেখবে optionsগুলোর পাশে একটা করে বক্স দেওয়া আছে এবং স্পষ্ট করে সেই বক্সেই tick দেবে। কাটাকুটি করবে না। একাধিক বক্সে tick কখনওই দেবে না। এই MCQ-এর ক্ষেত্রে শুধু বক্সে tick দিলেই হবে, এখানে আর আলাদা করে উত্তরগুলো নীচে লেখার দরকার হবে না।
এর পরে থাকবে True/False with Suporting Statements — Seen Passage-এর ক্ষেত্রে যা যা নিয়ম ছিল, এখানেও তাই থাকবে।
তার পরে থাকবে Short Answer Questions, যেগুলো এক বা দুই লাইনের মধ্যে গুছিয়ে লিখবে।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৩: বাইরে ঘর, ঘরের মধ্যে ঘর

পর্ব-১, বসুন্ধরা এবং…/২য় খণ্ড: ফুলে ফুলে ঢাকা শববাহী গাড়ি, পুলিশি ব্যবস্থা চোখে পড়ার মতো

এরপর চলে যাবো SECTION-B, অর্থাৎ GRAMMAR AND VOCABULARY-তে। এখানে প্রথমেই থাকবে তিনটি “Fill in the blanks with appropriate verb forms” — এক্ষেত্রে তিনটি করে option দেওয়া থাকবে, সঠিকটি বেছে নিয়ে শুন্যস্থান পূরণ করতে হবে।
তার পরে থাকবে তিনটি “Fill in the blanks with appropriate articles and prepositions” — এক্ষেত্রে কিন্তু কোনও option দেওয়া থাকবে না, নিজেরাই শুন্যস্থানগুলি পূরণ করবে।
এরপর থাকবে তিনটি “Do as directed” — যার প্রথমটিই হবে Voice Change এবং দ্বিতীয়টি হবে Narration Change. তৃতীয়টি অন্যান্য Transformationগুলি থেকে আসবে।
এরপরে থাকবে Choosing the correct Phrasal Verb — এটির বিষয়ে you tube video link-এ বিশদে আলোচনা করে দিয়েছি।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৩: নিয়মিত সাধন ভজন সাধককে ঈশ্বরের স্বরূপ চিনিয়ে দেয়

বিচিত্রের বৈচিত্র্য, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ/২

সবশেষে থাকবে VOCABULARY অংশটি।
এখানে চারটি শব্দের অর্থ দেওয়া থাকবে এবং শব্দগুলি Unseen Passage থেকে খুঁজে বের করে পাশের বক্সে লিখতে হবে। এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি তোমাদের প্রথমে শব্দের অর্থগুলি ভালো করে দেখে নিতে বলবো এবং তারপর unseen passageটি আরও একবার পড়তে বলবো। পড়বার সময় হাতে একটা পেন্সিল নেবে এবং যে শব্দগুলি সম্ভাব্য উত্তর বলে মনে হচ্ছে সেগুলো দাগ দিয়ে দেবে। তারপর অর্থগুলি আরও একবার ভালো করে দেখে নিয়ে উত্তরগুলো পাশের বক্সে লিখে ফেলবে।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৮: মাছের ডিম বার্ধক্যের ছাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়! মাছের ডিমের এই অবাক করা গুণের কথা জানতেন?

স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি

পেনসিল দিয়ে লেখাগুলো অবশ্যই মুছে দেবে পরে। কাটাকাটি একদম করবে না। Unseen Passage-এ যে শব্দগুলো আছে সেগুলো যখন উত্তরে লিখবে, খেয়াল রাখবে যেন বানান ভুল কোনও মতেই না হয়।
আজ এই পর্যন্তই থাক, পরের ক্লাসে Section-C —Writing Skill নিয়ে আলোচনা করবো।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর

Skip to content