সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক। আর এক মাসের মতো সময় হাতে। জীবনের প্রথম বড় পরীক্ষা। আমি নিশ্চিত তোমাদের সক্কলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ওই প্রস্তুতিকে আরও মজবুত করবে আজকের এই ক্লাস।

প্রথমেই বলি, নার্ভাস একটু লাগবে কিন্তু সেটাকে বেশি গুরুত্ব দিও না। প্রথম পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে দেখবে ভয় অনেকটাই কেটে গিয়েছে।
 

দ্বিতীয় পরীক্ষা ইংরেজি। আজ এই বিষয়েই কিছু কথা বলবো

ইংরেজি পরীক্ষাটি অন্য পরীক্ষাগুলির থেকে একটু আলাদা। কারণ, এই পরীক্ষাটির প্রশ্নপত্র Composite pattern-এর। অর্থাৎ প্রশ্নেপত্রেই তোমাদের উত্তর লেখার জায়গা থাকে। সেই জন্যই তোমাদের একটু বেশি সচেতন থাকতে হবে। লেখার নির্দিষ্ট স্থানেই পরিষ্কার করে উত্তর লিখবে। কাটাকাটি করবে না। প্রয়োজনে পেনসিল দিয়ে লিখে দেখে নিতে পারো। তারপর পেন দিয়ে লিখো। কারণ, ইংরেজি পরীক্ষায় তোমাদের হাতে সময় অনেকটাই থাকে। যদি কোনও কারণে কিছু ভুল লেখা হয়ে যায়, তাহলে নোংরা করে কাটাকুটি করবে না। শুধু একটা দাগ দিয়ে (pen through করে) কেটে দিও।

 

অবশ্যই যে সব বিষয়গুলো মাথায় রাখবে

ইংরেজি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে পেনসিল এবং ইরেজার রাখবে।
তোমাদের প্রথম প্রশ্ন থাকে Seen Comprehension. এতে দুটি passage থাকে। একটি prose এবং একটি poem. এই দুটি passage প্রথমে দু’ বার মন দিয়ে পড়বে। তারপর প্রশ্নগুলো ভালো করে পড়ে বোঝার চেষ্টা করো। তারপর আরও একবার passageটি পড়ে, উত্তর দেবে। এ ভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে।
Seen Comprehension-এর যে দুটি passage থাকে (একটি prose এবং একটি poem), দুটির থেকেই Multiple Choice Questions আসে। মনে রেখো এই MCQগুলোর তলায় উত্তর লেখার নির্দিষ্ট জায়গা থাকে। তোমরা সঠিক উত্তরটি tick দেবে এবং সেই উত্তরটি উত্তর লেখবার নির্দিষ্ট স্থানে অবশ্যই লিখবে। সেই সঙ্গে খেয়াল রাখবে উত্তর দুটি যেন একই হয়।

আরও পড়ুন:

কিছুতেই কমছে না গ্যাস, হজমের সমস্যা? খাবার সময়ে, আগে বা পরে এই সব ভুল করছেন না তো?

ষাট পেরিয়ে, পর্ব-১৩: তীব্র গরমে সতর্ক থাকুন প্রবীণেরা, জেনে নিন কী করবেন, আর কী করবেন না

True বা False জাতীয় প্রশ্নের ক্ষেত্রে বক্সের মধ্যে ‘T’ বা ‘F’ অক্ষরটি স্পষ্ট করে লিখবে। মনে রেখো অক্ষরটি স্পষ্ট বোঝা না গেলে কিন্তু উত্তরটি examiner কেটে দেবেন। কোনও নম্বরই পাবে না।
True বা False-এর Supporting Statement-এর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবার বলি।
প্রথমত: True বা False (অর্থাৎ T বা F) না লিখলে বা ভুল লিখলে কিন্তু Supporting Statement ঠিক হলেও তাতে কোনও নম্বর পাওয়া যাবে না।
আরও পড়ুন:

স্বাদে-গন্ধে: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

দ্বিতীয়ত: Supporting Statement মানে কিন্তু passage থেকে line/s বা phrase/s বা word/s তুলে বুঝিয়ে দেওয়া যে তুমি বাক্যটিকে True বা False কেন বলছো। মনে রেখো, তুমি বাক্যটিকে সংশোধন করছো না। তুমি শুধু তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দিচ্ছো। এই Supporting Statement লেখার মাঝখানে কখনই ‘…..’ দেবে না। যদি পুরো বাক্যটি লেখার প্রয়োজন থাকে তাহলে পুরোটাই লিখবে। আর যদি বাক্যের কিছু অংশ লেখার দরকার হয়, তাহলে শুধু সেইটুকুই লিখবে।
এ বারে বলি Complete the following sentences-এর ব্যাপারে। Complete the following sentences-এর মানে হচ্ছে তোমাকে প্রশ্নে দেওয়া বাক্যটি সম্পূর্ণ করতে হবে প্রশ্নে দেওয়া passage থেকে তথ্য নিয়ে।
এই প্রশ্নের উত্তর সব সময় যে passage থেকে হুবহু তুলে দিলে হবে তা কিন্তু নয়, প্রশ্ন অনুযায়ী নিজের ভাষায় লেখার প্রয়োজন হবে এখানে। এটা বিশেষভাবে মাথায় রেখ।
এছাড়া Short Answer Question থাকতে পারে, যেগুলো লেখার সময় প্রশ্ন অনুযায়ী বাক্যের tense পরিবর্তনের কথা একটু মাথায় রেখো।
আরও পড়ুন:

বিচিত্রের বৈচিত্র্য: নাম রেখেছি বনলতা…/১

শাশ্বতী রামায়ণী, পর্ব-৩১: অন্ধমুনির অভিশাপ কি ফলল তবে?

এর এক ধরনের প্রশ্ন হয়, সেটি হল Fill in the chart. এই chart বা table-র দুটি column থাকে। একটি হল Cause, অপরটি Effect. অর্থাৎ ‘কারণ’ এবং ‘ফল’। হয় কারণটি দেওয়া থাকে, তার ফলটি লিখতে হয়। অথবা উল্টো। কোনটি কারণ আর কোনটি তার ফল, ভালো করে বুঝে নিয়ে তবেই লিখবে।
এই প্রশ্নটি কখনও What এবং Why দিয়েও আসতে পারে। সে ক্ষেত্রে What-এর column-এ কী ঘটেছে এবং Why-এর column-এ কেন সেটি ঘটেছে, সেটি বলতে হবে।
বানান সম্পর্কে খুব সতর্ক থেকো। বিশেষ করে যে শব্দগুলো প্রশ্নে বা Passage-এ দেওয়া আছে, সেগুলোর বানান যেন কোনোমতেই ভুল না হয়। কঠিন শব্দ, যার বানান তুমি জানো না বা যে বানানটি নিয়ে তোমার মনে সন্দেহ আছে, সেটি না লেখাই ভালো।

আরও বিস্তারিত জানতে এই লেখার সঙ্গে যে YouTube video linkটি দেওয়া আছে সেটি ভালো করে দ্যাখো। এতে গত বছরের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নটি দেখানো হয়েছে। আশা করছি তোমাদের অনেকটাই সাহায্য হবে এতে।
আজ এই পর্যন্তই। পরের ক্লাসে মাধ্যামিক English Question paper-এর বাকি অংশ নিয়ে আলোচনা করবো।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর

Skip to content