ছবি: প্রতীকী।
কিন্তু কিছু কিছু
Simple Present এর ক্ষেত্রে
I
You/We/They/ Ram and Mala/ The boys
He / She/ It/ Ram / The boy
অর্থাৎ subject ‘I’ হলে, ‘be verb’ হবে am.
subject যে কোনও ‘person’ এবং ‘plural’ হলে, ‘be verb’ হবে are;
subject third person singular হলে, ‘be verb’ হবে is.
eg :
He is a good boy.
You are a good student.
I am a teacher.
They are musicians.
We are good friends.
Rahul is my brother.
এবারে এসো আরও কয়েকটি বাক্য দেখি।
I am going to school.
এই বাক্যে দেখো ‘am going’ রয়েছে। এখানে কিন্তু ‘go’ মূল ‘verb’ বা ‘principal verb’ এবং ‘verb’টি Present Continuous Tense এ আছে এবং subject ‘I’ বলে তার আগে am বসেছে এবং ‘go’ verb এর সঙ্গে ‘ing’ যুক্ত হয়েছে। অর্থাৎ এই বাক্যে কিন্তু ‘go’ main verb এবং am সাহায্যকারী বা helping /auxiliary verb.
এসো আরও কিছু উদাহরণ দেখি।
You are singing a song.
We are playing football.
They are decorating the house.
She is cooking dinner.
Mita is writing a book.
অর্থাৎ, এখানে সবগুলো বাক্যেই কিন্ত ‘am, is, are’ auxiliary verb এর ভূমিকা পালন করছে।
They were good friends.
I was in Mumbai last month.
We were very weak in Maths.
They were watching a movie last night.
I was going to Mumbai last month.
We were sleeping when he came.
ইংলিশ টিংলিশ: ‘এক হাতে তালি বাজে না’ বা ‘গাছের খায় তলারও কুড়োয়’, এদের ইংরেজিতে কী বলে?
খাই খাই: বেগুন ভর্তা তো খেয়েছেন, এবার ঝটপট তৈরি করে ফেলুন লাউপাতার ভর্তা, রইল রেসিপি
ভবিষ্যবাণী: আনন্দে-সুখে ভরিয়ে তুলতে চান নিজেকে? রইল কয়েকটি সহজ উপায়
এই ‘have verb’ তিন রকমের হয়। has, have, had; এর মধ্যে ‘has এবং have’ present form এ থাকে আর ‘had’ past form-এ।
এবারে চলো দেখি কোন Subject এর ক্ষেত্রে কোন have verb বসবে।
Simple Present এর ক্ষেত্রে।
I
You/We/They/ Ram and Mala/ The boys.
He / She/ It/ Ram / The boy
অর্থাৎ subject ‘I’ হলে, ‘have verb’ হবে have; subject যেকোনও person এবং plural হলে, ‘have verb’ হবে have; subject third person singular হলে, ‘have verb’ হবে has.
eg :
He has a pen.
You have a big house.
I have a red car.
They have many friends.
We have a big family.
Rahul has a guitar.
এই সমস্ত বাক্যগুলিতেই আমরা have verb এর ব্যবহার দেখতে পাচ্ছি। এবং এখানে বাক্যে একটাই verb আছে এবং সেটা have verb, অর্থাৎ have verb এখানে বাক্যের মূল verb বা main/principal verb হিসেবেই ব্যবহৃত হচ্ছে।
পঞ্চমে মেলোডি, পর্ব-৭: পঞ্চমের কথা মতো ড্রাম ছেড়ে অমরুতের পিঠের উপর স্যাম্পল রিদম বাজাতে শুরু করলেন ফ্রাঙ্কো!
উত্তম কথাচিত্র, পর্ব-৩১: মরুভূমির উপল পারে বনতলের ‘হ্রদ’
মহাভারতের আখ্যানমালা, পর্ব-৬০: দুই ভাইয়ের সাক্ষাৎ হল, হনুমানের রূপে মুগ্ধ হলেন ভীমসেন
এবারে এসো আরো কয়েকটি বাক্য দেখি।
I have written a book.
এই বাক্যে দেখো have written রয়েছে; এখানে কিন্তু write মূল verb বা principal verb এবং verbটি Present Perfect Tense এ আছে এবং subject ‘I’ বলে তার আগে have বসেছে এবং ‘write’ verb এর past participle form ‘written’ ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ এই বাক্যে কিন্তু ‘write’ main verb এবং have সাহায্যকারী বা helping /auxiliary verb.
এসো আরও কিছু উদাহরণ দেখি।
You have sung a beautiful song.
We have bought a new house.
They have decorated the house.
She has cooked dinner.
Mita has written a book.
এখানে সবগুলো বাক্যেই কিন্ত ‘has এবং have’ auxiliary verb এর ভূমিকা পালন করছে।
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১২: দ্রুত গাড়ি চালিয়ে ঢুকে পড়লাম নিকটবর্তী একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে
বেশি বয়সের মহিলারা কেন অল্প বয়সি তরুণদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন?
দশভুজা: ‘পুরুষ মানুষের কাজে হাত দিলে এমনই হবে, মহিলাদের এসব সাজে না’
They had a big house.
I had a collection of old coins.
We had a big library in our college.
When we reached the station, the train had left.
When father came back home, I had fallen asleep.
এই ছিল আজকের বিষয়। লেখার সঙ্গে দেওয়া YouTube Video link টি তে আরও বিশদে এটা নিয়ে আলোচনা করেছি। Videoটি অবশ্যই দ্যাখো। Be verb এবং have verb সম্পর্কে ধারণাটা আরও স্পষ্ট হবে।