শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

না আর একদম নয়! আর একদম হাসির ইংরেজি শুধু ‘laugh’ বলে কাজ সারলে হবে না। হাসি কি শুধু এক রকমেরই হয়? মুচকি হাসি, মৃদু হাসি, অট্টহাসি — আরও কত রকমের হাসি যদি বাংলায় হাসা যায়, তাহলে ইংরেজিতে শুধু ‘laugh’ দিয়ে কাজ চালানো তো মোটেই ঠিক নয়!
 

এসো দেখি ইংরেজিতে বিভিন্ন ধরনের হাসিকে কী বলে

smile — মুচকি হাসি
soft smile — মৃদু হাসি
laugh — জোরে হাসি
roaring laughter — অট্টহাসি
giggle — ফিক্ ফিক্ করে হাসি
smirk — অহংকারী হাসি

 

ঠিক যেমন বিভিন্ন রকম হাসি হয়, তেমন বিভিন্ন রকম কান্নাও তো হয়, তাই না? আর কতদিন ‘কান্না’ কে শুধু cry বলবে? শিখে নাও আরও কিছু নতুন শব্দ

weep — কাঁদা
sob — ফুঁপিয়ে কাঁদা
wail / lament — আকুল হয়ে শোক করা
mourn — শোক করা

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: Proper Noun ও Common Noun-এর মধ্যে তফাতটা ঠিক কোথায়?

অমর শিল্পী তুমি, পর্ব-8: চলতি কা নাম কিশোর

 

এ বার দ্যাখো ‘walk’ ছাড়াও আরও কত রকমের ‘হাঁটা’ হয়

amble/stroll — ধীরেসুস্থে হেলেদুলে হাঁটা
ramble — উদ্দেশ্যহীন ভাবে হাঁটা
stagger — টলমল করে হাঁটা
limp — খুড়িয়ে হাঁটা
stumble — হোঁচট খাওয়া

আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২৬: অবশেষে চার হাত এক হল, পঞ্চম-আশা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শুরু করলেন দ্বিতীয় ইনিংস

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৪: গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ খেলে গলে যায়?

 

আজকের শেষ শব্দ হলো talk, এসো দেখি ‘কথা বলা’ কত রকমের হয়

whisper — ফিসফিস করে কথা বলা
murmer — বিড় বিড় করা
gossip — পরচর্চা করা
argue — তর্ক করা
quarrel — ঝগড়া করা

বিস্তারিত জানতে লেখার মধ্যে থাকা ‘You Tube link’-টা ক্লিক করো। আরও অনেক নতুন নতুন শব্দ পাবে।

* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

Skip to content