ছবি: প্রতীকী। সংগৃহীত।
না আর একদম নয়! আর একদম হাসির ইংরেজি শুধু ‘laugh’ বলে কাজ সারলে হবে না। হাসি কি শুধু এক রকমেরই হয়? মুচকি হাসি, মৃদু হাসি, অট্টহাসি — আরও কত রকমের হাসি যদি বাংলায় হাসা যায়, তাহলে ইংরেজিতে শুধু ‘laugh’ দিয়ে কাজ চালানো তো মোটেই ঠিক নয়!
এসো দেখি ইংরেজিতে বিভিন্ন ধরনের হাসিকে কী বলে
ঠিক যেমন বিভিন্ন রকম হাসি হয়, তেমন বিভিন্ন রকম কান্নাও তো হয়, তাই না? আর কতদিন ‘কান্না’ কে শুধু cry বলবে? শিখে নাও আরও কিছু নতুন শব্দ
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: Proper Noun ও Common Noun-এর মধ্যে তফাতটা ঠিক কোথায়?
অমর শিল্পী তুমি, পর্ব-8: চলতি কা নাম কিশোর
এ বার দ্যাখো ‘walk’ ছাড়াও আরও কত রকমের ‘হাঁটা’ হয়
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-২৬: অবশেষে চার হাত এক হল, পঞ্চম-আশা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৪: গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ খেলে গলে যায়?
আজকের শেষ শব্দ হলো talk, এসো দেখি ‘কথা বলা’ কত রকমের হয়
বিস্তারিত জানতে লেখার মধ্যে থাকা
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।