রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী।

তোমরা অনেকেই জানতে চেয়েছো ক্লাস ইলেভেনের Annual পরীক্ষায় ইংরেজি বিষয়ের প্রস্তুতি কীভাবে নেবে। সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই বিশেষ ক্লাস।
ঠিক যেমন উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষার সাজেশনের ক্লাসে বলেছিলাম, এখানেও বলছি ক্লাস ইলেভেনের ইংরেজি পরীক্ষায় ভালো ফল করতে গেলে তোমাদের text বইয়ের পাঁচটি prose এবং পাঁচটি poem এবং Rapid Reader-এ Shakespeare এর নাটকের গল্পরূপগুলি খুব ভালো করে পড়তে হবে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: তোমরা কি জানো cakewalk বা icing on the cake —এই idiom গুলোর মানে কি?

পঞ্চমে মেলোডি, পর্ব-১: শচীন ও মীরা দেব বর্মনের ঘর আলো করে এল এক ‘দেব শিশু’

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান, বাড়তি রক্তচাপ চিন্তা বাড়াচ্ছে? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কী করবেন, কী করবেন না

এটা কিন্তু আমি শুধু Multiple Choice Questions এবং Short Answer Questions এর উত্তর লিখতে সুবিধে হবে বলে বলছি না। তোমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্নগুলি দ্যাখো তাহলে বুঝবে যে Broad Answer Questionsগুলো কিন্তু আজকাল বেশিরভাগই part question এর মতো আসে এবং সেক্ষেত্রে text ভালো করে পড়া না থাকলে উত্তর লিখতে কিন্তু অসুবিধে হবে।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি, হাঁপানির সমস্যা থেকে ক্যানসার সব রোগের দাওয়াই হলুদ

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৫: সুন্দরবনের মাছ বৈচিত্র্যের ক্ষতিকারক প্রজাতি হল ক্রোকোডাইল ফিশ

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৯: জলে হরি, স্থলে হরি, হরিময় এ জগৎ

তাই text অবশ্যই ভালো করে পড়তে হবে। Prose, Poem এবং Rapid Reader থেকে কী রকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই বিষয়ে YouTube Video তে বিশদে আলোচনা করেছি। এছাড়াও Writing এর প্রস্তুতি সম্পর্কেও YouTube Video বিস্তারিতে আলোচনা করেছি।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: অমরনাথের পথে, পর্ব-১: প্রস্তুতিপর্বের শেষে রওনা দিলাম স্বপ্নের কাশ্মীরের উদ্দেশ্যে

ডায়েট ফটাফট: ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে? কোন কোন খাবারে বশে থাকে এই সমস্যা? জেনে নিন কী খাবেন, কী নয়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৪: শিকারীর গোপন চোখ

এ বার তোমাদের দুটি নতুন Writing এর বিষয় আছে— Advertisement এবং Commercial Leaflet. দুটিতেই দুটো করে option থাকবে। একটি করে লিখতে হবে। ৫+৫=১০ নম্বর আছে। এই দুটি বিষয় সঠিকভাবে লিখতে পারলে দশে দশ পাওয়াও কিন্তু সম্ভব। এই বিষয় নিয়েও আমি video তে আলোচনা করেছি। Videoটি ভালো করে দ্যাখো। আশা করছি তোমরা উপকৃত হবে। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর

Skip to content