বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

Ravi is a good boy. Ravi reads in Class-V. Ravi loves to sing. Ravi’s father is teacher.
আচ্ছা বলুন তো, ওপরের বাক্যগুলিতে কি কোনও সংশোধনের দরকার? কেউ কি কোনও ভুল দেখতে পাচ্ছন? হ্যাঁ, ঠিক বলেছেন, বার বার Ravi শব্দটির ব্যবহার হবে না। প্রথম বাক্যে শুধু Ravi বসবে, কিন্তু পরের বাক্যগুলিতে যথাক্রমে He, He এবং His বসবে।
Ravi হল Noun এবং Noun-এর পরিবর্তে আমরা যাকে বসাই তাকে বলে Pronoun.
Pronoun● First Person
Second Person
Third Person
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: Material, Abstract ও Collective Noun কাকে বলে, জানেন?

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৬: গলা সাধলেই লতাকণ্ঠী?

First Person হল আমি এবং আমি সংক্রান্ত যা কিছু শব্দ।
Eg:
 

First Person (singular)

I (আমি), My (আমার), Mine (আমার), Me (আমাকে),
 

First Person (plural)

We (আমার), Our (আমাদের), Ours (আমাদের), Us (আমাদেরকে)

Second Person হল তুমি এবং তুমি সংক্রান্ত যা কিছু শব্দ।
Eg:
 

Second Person (singular)

You (তুমি), Your (তোমার), Yours (তোমার), You (তোমাকে)

আরও পড়ুন:

বিচিত্রের বৈচিত্র, যে উপদেশ গিয়েছি ভুলে…

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০: দশমহাবিদ্যা ও ঠাকুরের কালীভাবনা…

 

Second Person (plural)

You (তোমরা), Your (তোমাদের), Yours (তোমাদের), You (তোমাদেরকে)

মনে রেখ Second Person-এর ক্ষেত্রে Singular এবং Plural form একই হয়।

Third Person হল সে এবং সে সংক্রান্ত যা কিছু শব্দ।
Eg:
 

Third Person (singular)

He (সে), His (তার), Him (তাকে), She (সে), Her (তার), Hers (তার), Her (তাকে)
 

Third Person (plural)

They (তারা), Their (তাদের), Theirs (তাদের), Them (তাদেরকে)
লেখার সঙ্গে দেওয়া YouTube video link টি বিষয়টিকে আরো সহজ করে বুঝতে সাহায্য করবে।

* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

Skip to content