শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

রাজ্য সরকার ২০ হাজারেরও বেশি পদে শিক্ষক নিয়োগ করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি আগের নিয়োগ নিয়মে বদল এনে এবার থেকে তিন ধাপে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ —এই তিনটি ধাপ অতিক্রম করলে তবেই মিলবে চাকরি। স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানেই পুরো ব্যাপারটি সম্পন্ন হবে। এই মাসেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ এই দুইয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কোথায় আবেদনপত্র পাওয়া যাবে, কোথায় জমা দিতে হবে, দামই বা কত, কবে পরীক্ষা প্রভৃতি খুঁটিনাটি দেওয়া থাকবে ওই বিজ্ঞপ্তিতে। সূত্রের খবর, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের জন্য শূন্যপদের সংখ্যা যথাক্রমে প্রায় ১৪ হাজার এবং ৬ হাজার।

Skip to content