রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০২৪


বাড়ানো হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক। সেই সঙ্গে পরিবহণ ভাতা (টিএ)-ও বৃদ্ধি করা হয়েছে। বাড়তি পারিশ্রমিক এ বছর থেকেই মিলবে।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার পারিশ্রমিক বাড়ানোর জন্য শিক্ষকেরা অনেক দিন ধরেই দাবি জানাচ্ছিলেন। মধ্যশিক্ষা পর্ষদ এ বছরই মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই বাড়িয়েছিল খাতা দেখার পারিশ্রমিক। এ বার একই পথে হাঁটল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও।
তারাও পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক এবং টিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন সংসদ সভাপতি। সংসদের সচিব তাপসকুমার মুখোপাধ্যায় বিজ্ঞপ্তিটি জারি করেছেন।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১০: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, ইতিহাস এবং কিছু প্রশ্ন

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১০: পেটের গ্যাস সারা দেহেই ঘুরে বেড়ায়!

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান পরীক্ষক, পরীক্ষক, নম্বর পরীক্ষক (স্ক্রুটিনিয়ার) ও কোঅর্ডিনেটরকে পারিশ্রমিক ও পরিবহণ খরচ দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংসদের ওয়েবসাইটেও পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষকেরা প্রতি উত্তরপত্র দেখার জন্য ছয় টাকা করে পাবেন। আগে মিলত পাঁচ টাকা করে। খাতা প্রতি ১ টাকা করে মিলবে স্ক্রুটিনির জন্য। আগে এর জন্য পাওয়া যেত খাতা পিছু দেড় টাকা করে। রিভিউ বা স্ক্রুটিনির জন্য খাতা পিছু দেওয়া হবে ৬ টাকা করে। আগে খাতা পিছু ৫ টাকা ছিল মিলত।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১: আর্ষ মহাকাব্যের স্রষ্টাদ্বয়ের কথা

প্রতিদিন সন্ধ্যাবেলায় এক কাপ হোয়াইট টি খান, এক মাসেই টের পেতে পারেন সুফল

প্রধান পরীক্ষকেরা ২৫০ টাকা করে পাবেন টিএ বাবদ। আগে ২০০ টাকা করে মিলত। অন্যদিকে, দূরত্ব অনুযায়ী টিএ দেওয়া হবে পরীক্ষক ও স্ক্রুটিনিয়ারদের। সে ক্ষেত্রে পাওয়া যেতে পারে ৫০ থেকে ১৫০ টাকা। ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা বরাদ্দ হয়েছে শিবির কো-অর্ডিনেটরদের জন্য। সেই সঙ্গে তাঁরা টিএ বিল বাবদ ৫) টাকার বদলে ১০০ টাকা পাবেন।

Skip to content