মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরও ১০২ জন শিক্ষকের চাকরি গেল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এ নিয়ে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর ১৪ ডিসেম্বর কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তার ভিত্তিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ১০২ জন শিক্ষকের চাকরি বাতিল করল।
পর্ষদের পক্ষ থেকে সেক্রেটারি সুব্রত ঘোষ বিজ্ঞপ্তিটি জারি করেছেন। হাইকোর্টের কোন নির্দেশের ভিত্তিতে ১০২ জন শিক্ষকদের চাকরি থেকে সরানো হল বিজ্ঞপ্তিতে তার উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে

চটজলদি ওজন ঝরাতে চান? তাহলে ভরসা রাখুন এই ৫ রকম বীজে

কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সব শিক্ষককে চাকরি থেকে সরানো হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তার একটি তালিকাও প্রকাশ করেছে। তালিকাতে উল্লেখ করা হয়েছে শিক্ষকের নাম, কোন বিষয়ে পড়াতেন এবং কবে থেকে তিনি শিক্ষকতা করছেন ইত্যাদি।
আরও পড়ুন:

একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৭: পুরীতে বাড়ি— রবীন্দ্রনাথের, গগনেন্দ্রনাথ-অবনীন্দ্রনাথের

শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসার পরে নথি প্রমাণ পরীক্ষার করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এক্ষেত্রে মূল অভিযোগ ছিল, টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে চাকরি। পরে এই ২৬৮ জনের মধ্যে ১৪৬ জন কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। যদিও আদালত ১৪৩ জনের আবেদনই খারিজ করে দেয়। গত বুধবার হাইকোর্ট বাকি ৩ জনের মধ্যে ২ জনকে চাকরিতে বহাল রাখার নির্দেশ দিইয়েছে। আর বাকি ১ জনের মামলা চলছে।

ছবির নাম

ছবির নাম


Skip to content