ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
সকালে স্কুলের সিদ্ধান্তই নয়, তেমন প্রয়োজন হলে গরমের ছুটি এগিয়েও আনা হতে পারে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার বিকাশ ভবনে জানিয়েছেন। যদিও আগামী সপ্তাহের শুরু পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা দফতর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শিক্ষা দফতরের কর্তা ও পুলিশকর্তাদের সঙ্গে আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমের ছুটি এগিয়ে আনার বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন শিক্ষা শিবিরের বড় অংশ। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য, তিনি বিপর্যয় মোকাবিলা, আবহাওয়া-সহ একাধিক দফতরের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। আবহাওয়া দফতর যেহেতু আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভ্যাসের কথা জানিয়েছে, তাই সোম-মঙ্গলবার পর্যন্ত পুরো পরিস্থিতিটা দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে প্রায় দু’বছর করোনার জন্য স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়টিকেও মাথায় রাখা হচ্ছে।