রবিবার ১০ নভেম্বর, ২০২৪


প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় পোর্টাল থাকবে। সেখানেই ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজের ভর্তির সব তথ্য পাওয়া যাবে। ছাত্র-ছাত্রীরা ওই পোর্টালের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করবেন, বিকাশ ভাবন সুত্রে এমনটাই খবর। এ বিষয়ে এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তবে শিক্ষা দফতর থেকে এ বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে একজন পড়ুয়া একসঙ্গে কটি কলেজে আবেদন করতে পারবে। আগে অনলাইনে আবেদন করলেও ফি লাগত। যদিও করোনার জন্য গত দু’বছর সেই ফিও দিতে হয় না। তবে এই নতুন পদ্ধতিতে অনলাইনে ভর্তির জন্য ফি লাগবে কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, কলেজগুলিতে স্নাতকস্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পদ্ধতি চালু হলে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে দুর্নীতির সুযোগ থাকবে না। পাশাপাশি বিভিন্ন কলেজের কোন বিষয়ে কতগুলি আসন ফাঁকা আছে সে সম্পর্কিত তথ্যও জানা যাবে বলে শিক্ষক মহলের একাংশের বক্তব্য।

Skip to content