ছবি: প্রতীকী।
রাজ্যের শিক্ষা দফতর জাতীয় শিক্ষানীতি মেনে চার বছরের স্নাতক পাঠক্রমে ছাড়পত্র দিয়ে দিল। চার বছরের এই নয়া স্নাতক পাঠক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়ে যাবে। শিক্ষা দফতর এ নিয়ে বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়ে যাবে চার বছরের স্নাতক পাঠক্রমের এই নয়া ব্যবস্থা।
আরও পড়ুন:
এ বার বিমানসেবিকার মতো বন্দে ভারতেও মহিলা ‘কোচ অ্যাটেন্ড্যান্ট’, চালু হচ্ছে বাংলাতেই
স্বাদে-আহ্লাদে: ম্যাগি ভালোবাসেন? এই রেসিপি ট্রাই করে দেখেছেন?
যদিও চলতি বছরেও অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে না। এই ব্যবস্থা চালু হতে পারে আগামী শিক্ষাবর্ষ থেকে। অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া এই নিয়ে তিন বার তা পিছিয়ে দিল রাজ্যের শিক্ষা দফতর। এবারও সেই পুরনো পদ্ধতিতে অর্থাৎ, কলেজগুলি যে যার মতো আলাদা ভাবে অনলাইনে ভর্তিপ্রক্রিয়া শুরু করবে।