বুধবার ২২ জানুয়ারি, ২০২৫


গত দু’বছর ধরে অতিমারির জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন প্রায় অনেকটাই হয়েছিল অনলাইনে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে প্রায় অধিকাংশ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আবার অফলাইনে পঠন-পাঠন শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখানে বড় প্রশ্ন হল সামনেই সেমিস্টার। তাই এই সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইনে হবে নাকি অফলাইনেই নেওয়া হবে? এ বিষয়ে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, পরীক্ষা কীভাবে নেওয়া হয় সেই সিদ্ধান্তভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর ছাড়া হল। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ তারাই সিদ্ধান্ত নেবে পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইনে? সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েও এই বিজ্ঞপ্তির কথা জানানো হয়েছে।
তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ বিশ্ববিদ্যালয় ঠিক করেছে, এবারের সমস্ত পরীক্ষা অফলাইনে নেওয়া হবে। কিন্তু ছাত্র-ছাত্রীদের একাংশের দাবি, যেহেতু করোনা পরিস্থিতিতে ক্লাস বেশিরভাগ অনলাইনে নেওয়া হয়েছে তাই অনলাইনেই এবারের পরীক্ষাগুলি নেওয়া হোক। উল্লেখ্য, একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলন চলছিল। সেই প্রেক্ষিতেই পরীক্ষা-নীতি স্পষ্ট করল রাজ্য সরকার।

Skip to content