ছবি প্রতীকী
এবার পুজোর আগেই উচ্চ প্রাথমিকের বেশ কিছু শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। সোমবার এসএসসি-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মোট ১৩৪৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। এ কথা জানিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার।
এসএসসি-র তরফে আরও জানানো হয়েছে, কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। কর্মশিক্ষার ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ৫২৫। শারীরশিক্ষার ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ৮২৪টি। এই পদগুলিতে পুজোর আগেই নিয়োগ শুরু হবে। এসএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, বিকাশ ভবন থেকে স্কুল ভিত্তিক শূন্যপদের তালিকা পাওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। গত সোমবার উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে বৈঠক করে এসএসসি।
এসএসসি-র তরফে আরও জানানো হয়েছে, কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। কর্মশিক্ষার ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ৫২৫। শারীরশিক্ষার ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ৮২৪টি। এই পদগুলিতে পুজোর আগেই নিয়োগ শুরু হবে। এসএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, বিকাশ ভবন থেকে স্কুল ভিত্তিক শূন্যপদের তালিকা পাওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। গত সোমবার উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে বৈঠক করে এসএসসি।
এদিকে, টেটের লিখিত পরীক্ষার দিনও ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন, ২০২২ সালের টেট হবে আগামী ১১ ডিসেম্বর। প্রাথমিকে মোট ১১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি এও জানান যে, পুজোর আগে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দেবে পর্ষদ। রেজিস্ট্রেশন শুরু হবে পুজোর ছুটির পর। অর্থাৎ, লক্ষ্মীপুজোর পর এবং কালীপুজোর আগে।
আরও পড়ুন:
নিয়ম মানুন, সুস্থ থাকুন—পুজোয় ভালো থাকার সহজ উপায় জানালেন ডাক্তারবাবু
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-১৪: উন্নতির নবজাগরণে বঞ্চিত বাংলার মাছের বাজার
কবে থেকে পোর্টাল খুলবে, তার বিজ্ঞপ্তি বলে দেওয়া হবে। পোর্টাল যে দিন খুলবে, সে দিন থেকেই চাকরিপ্রার্থীরা পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীরা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন। প্রাথমিকের পর এ বার উচ্চ প্রাথমিকেও নিয়োগের কথা জানাল এসএসসি।