সোমবার ৭ অক্টোবর, ২০২৪


এবার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়াদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে গবেষণা করার কথা উঠে আসছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসির তরফ থেকে। সম্প্রতি এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির গাইডলাইনকে অনুসরণ করেই স্নাতকস্তরের পড়ুয়াদের গবেষণার জন্য ইন্টার্নশিপের আবেদন জানাতে হবে। স্নাতকস্তরে শিক্ষার্থীরা এক বছরের পরে সার্টিফিকেট পাবেন। দু’বছর পর শিক্ষার্থীরা হাতে পাবে ডিপ্লোমা ডিগ্রি। তার জন্য পড়ুয়াদের আট থেকে দশ সপ্তাহ ইন্টার্নশিপ করতে হবে। এর জন্য ছাত্রছাত্রীরা ১০ ক্রেডিট পয়েন্ট পাবে। কোনও পড়ুয়া চাইলে ডিপ্লোমা ডিগ্রির পরেই পড়াশোনা শেষ করে দিতে পারে। দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পর দু’বার আট থেকে দশ সপ্তাহ এই ইন্টার্নশিপ করার পর পড়ুয়ারা স্নাতক ডিগ্রি পাবে। ২০১৬ সালের পিএইচডি ডিগ্রির জন্য ন্যুনতম মান ও পদ্ধতি সংশোধনের খসড়াতে বলা হয়েছে, চার বছরের স্নাতক পরীক্ষার ক্ষেত্রে উত্তীর্ণ পড়ুয়াদের দশের মধ্যে ৭.৫ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ পেতে হবে।

Skip to content