শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

স্নাতকস্তরে একইসঙ্গে দু’টি পাঠক্রমে ভর্তির সুযোগ পাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ (ইউজিসি)। ইউজিসির তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের পড়ুয়ারা চাইলে একইসঙ্গে অন্য কোনও বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে পারবে। মঙ্গলবার ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘দু’টি পাঠক্রমের ক্ষেত্রেই সংশ্লিষ্ট পড়ুয়া দু’টি নিয়মিত ক্লাস, একটি নিয়মিত এবং একটি অনলাইন ক্লাস বা দু’টি অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনার সুযোগ পাবেন।’
ইউজিসির পক্ষ থেকে আরও জানানো হয়, দু’টি ক্লাসে একই সঙ্গে উপস্থিত থাকা যাবে না নিয়মিত পাঠক্রমের ক্ষেত্রে। এছাড়া, দুটি বিষয়ে একসঙ্গে কোর্স করার ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত দু’টি ভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টিও বাধ্যতামূলক।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই উচ্চশিক্ষা ক্ষেত্রে দেশের ছাত্রছাত্রীদের ‘দ্বৈত ডিগ্রি’ পাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ে পর্যালোচনা চালাচ্ছিল ইউজিসি কর্তৃপক্ষ। অবশেষে মঙ্গলবার ইউজিসি-র পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হল।

Skip to content