সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। কিন্তু নাম নথিভুক্ত করেও দু’লক্ষ পরীক্ষার্থী এ বার মাধ্যমিক পরীক্ষায় বসছে না। এ বছর মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ২৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫। যদিও মাধ্যমিক শিক্ষা পর্ষদের দাবি, এমনটা হয়েছে মূলত অতিমারির প্রভাবেই।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কেন এতটা কমল, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জবাব দিয়েছেন। তাঁর কথায়, এ রকম হয়েছে অতিমারির প্রভাবেই। অনেক ছাত্রছাত্রী স্বেচ্ছায় পরীক্ষায় বসছে না প্রস্তুতি না থাকার জন্য। বহু ছাত্রছাত্রী আবার টেস্টেও পাশ করেনি। কোভিডের সময় যারা অষ্টম-নবম শ্রেণিতে পড়ত, এ বছর তারাই মাধ্যমিক পরীক্ষায় বসছে। করোনার দাপট থাকায় অনেকটা সময় স্কুলে ক্লাস হয়নি। সে জন্যই এ বার পরীক্ষার্থীর সংখ্যা কম হতে পারে বলে মনে করছেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তা হলে কি অতিমারির সময় অনলাইনে পড়াশোনা ঠিকমতো হয়নি, এই প্রশ্ন উঠছে!
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: স্যালাডে স্বাস্থ্যরক্ষা, কী ভাবে তৈরি করবেন সেই সব পুষ্টিকর খাবার? দেখে নিন একঝলকে

ষাট পেরিয়ে: পর্ব-২৪: বয়সেও আসুক বসন্ত

এ বছর মাধ্যমিকে পরীক্ষকের সংখ্যা ৪০,৩৫৩। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২,৮৬৭। এই প্রথম বার নিরাপত্তার জন্য পরীক্ষাকেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে। পর্ষদ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে। অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রে পড়ুয়ার কোথায় আসন পড়েছে, কেন্দ্রের বাইরে তার তালিকা টাঙানো থাকবে।
আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৩: আর বেশি দেরি নেই, জীবনবিজ্ঞানে বেশি নম্বরের জন্য এই ধরনের প্রশ্ন ভালো করে অভ্যাস করো

দিনের কোন সময়ে ওজন মাপবেন? সপ্তাহের কোন দিনে মাপলে ঠিকঠাক ওজন জানা যাবে?

পর্ষদের কর্মী-আধিকারিকেরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এ বছর বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমেই পরীক্ষাকেন্দ্রে থাকা সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ রাখা হবে। জেলাগুলিতে প্রশ্ন পৌঁছে গিয়েছে।

Skip to content