শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের স্কুলের নিরাপত্তা নিয়ে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে। এ নিয়ে তারা সাত দফা নির্দেশিকা জারি করেছে। স্কুলগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে মধ্যশিক্ষা পর্ষদ মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাতেই স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি (এসএসএমসি) গঠনের সিদ্ধান্তের কথা বলা হয়েছে। সেই সঙ্গে কমিটির কর্মপরিধি এবং এতে কারা থাকবেন তাও মধ্যশিক্ষা পর্ষদ ঠিক করে দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেক্রেটারি সুব্রত ঘোষ নির্দেশিকাটি জারি করেছেন।
স্কুলের নিরাপত্তা কমিটিতে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক কিংবা চেয়ারম্যান, একজন মহিলা শিক্ষক, যদি মহিলা শিক্ষক না থাকেন তাহলে পুরুষ শিক্ষক সেই দায়িত্বে সামলাবেন। এছাড়াও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবকদের পক্ষ থেকে দু’জন সদস্য ও পুলিশ-প্রশাসন এবং পরিবার ও সমাজ কল্যাণ দফতর থেকে আমন্ত্রিত দুজন প্রতিনিধি কমিটিতে থাকবেন। শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের আশঙ্কা কাটাতেই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:

বদলে গেল বেঞ্চ, বুধবার শীর্ষ আদালতে রাজ্যের ডিএ মামলা শুনবেন দুই বাঙালি বিচারপতি

ঐতিহাসিক সিদ্ধান্ত! এ বার নৌসেনার বিশেষ কমান্ডো বাহিনী ‘মার্কোসে’ও নিয়োগ করা হবে মেয়েদের

কমিটি কোন কোন বিষয়ে নজর রাখবে?
ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সে দিকে নজর রাখবে কমিটিকে। পানীয় জল, ছাত্রছাত্রী, ক্যাম্পাস পরিষ্কার রাখা, শিক্ষক ও শিক্ষাকর্মী এবং আগত অতিথিদের জন্য পৃথক শৌচাগার, স্কুলে সিসিটিভির ব্যবস্থা রাখা, এই সবও তারা গুরুত্ব দিয়ে দেখবে। পানীয় জল নিরাপদ কি না, তার জন্য নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ল্যাবরেটরিতেও পাঠাতে হবে কমিটিকে।
আরও পড়ুন:

সামনেই বিয়ে? ভুঁড়ি নিয়ে চিন্তায় ঘুম উড়েছে? এক মাসে পেটের মেদ কী ভাবে কমাবেন?

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৯: নীল আকাশ, রঙিন ফল কালার, হ্রদের জলে তার প্রতিচ্ছবি…ঠিক যেন রূপকথার গল্প

সিলিং ফ্যান যাতে খুলে না পড়ে যায় তাও দেখতে হবে। অনেক সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে শর্ট-সার্কিট হয়ে আগুন লেগে যায়। এরকম ঘটনা যাতে না ঘটে, সে জন্য ছ’মাস অন্তর লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে দিয়ে পরীক্ষা করে দেখতে হবে। পাশাপাশি ওই কমিটিকে রাজ্য সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইফের মতো সতর্কতামূলক প্রচারও চালাতে হবে।

Skip to content