বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


টেট মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার টেট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ই প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার তদন্ত করবে। পাশাপাশি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এও বলে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত হওয়া ২৬৯ জনকে পুনর্বহাল করা যাবে না। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তাও বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।
বিচারপতি সুব্রত তালুকদার বলেন, তদন্তকারী সংস্থার থেকে একক বেঞ্চ রিপোর্ট চাইতে পারবে। মামলার আর্থিক অভিযোগের দিকটিও একক বেঞ্চ দেখবে। টেট মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও বিধায়ক মানিক ভট্টাচার্যের আবেদনও খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে মানিককে নিজের ও তাঁর পরিবারের সম্পত্তির হিসেব আদালতে পেশ করতেই হবে।
আরও পড়ুন:

বিক্রান্ত তৈরিতে লেগেছে ২০ হাজার কোটি টাকা, দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর যাত্রা শুরু আজ থেকে

ভাইচুংকে হারিয়ে এআইএফএফ-এর সভাপতি পদে বসতে চলেছেন বাংলার প্রাক্তন ফুটবলার কল্যাণ

উৎসব-মুখর মথুরা, পর্ব-১: জন্মাষ্টমী উপলক্ষে ব্রজভূমি দর্শন

এদিকে, হাইকোর্টে পর্ষদের যে নথিপত্র পেশ করেছিল তা দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় সন্দেহ প্রকাশ করেছিলেন। এ বিষয়ে বিচারপতি জানান, পুরনো ওই নথি অনেকটা নতুনের মতো দেখতে লাগছে। সন্দেহ মুক্ত হতে পর্ষদের পেশ করা ওই নথিপত্র দিল্লিতে ফরেন্সিক গবেষণাগারে পাঠানো হয়। আজ ডিভিশন বেঞ্চ এ বিষয়েও একক বেঞ্চকে সমর্থন করেছে।

Skip to content