রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

৭মে মধ্যে সমস্ত স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির সামগ্রিক মূল্যায়ন বা ‘ফার্স্ট সামেটিভ’ শেষ করতে হবে বলে নির্দেশ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে আবার এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৭ এপ্রিল। অর্থাৎ এখনও পরীক্ষা শেষ হতে ১৩ দিন বাকি। তাই শিক্ষক-শিক্ষিকারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অন্যান্য শ্রেণির সামগ্রিক মূল্যায়নের জন্য হাতে পাবেন মাত্র ১০ দিন। এই দশদিনের মধ্যে প্রথম সামগ্রিক মূল্যায়ন যথাযথভাবে করা কীভাবে সম্ভব তা নিয়ে শিক্ষক মহলে সংশয় তৈরি হয়েছে। তাছাড়া ওই ১০ দিনের মধ্যে ১ মে, ৩ মে এবং ৪মে ছুটি। ফলে হাতে থাকছে মাত্র ৭ দিন। এর মধ্যে প্রথম সামগ্রিক মূল্যায়ন করা প্রায় সম্ভব বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। তাঁদের বক্তব্য, হাতে যে দশ দিন থাকছে তার মধ্যে একাদশ শ্রেণি প্র্যাক্টিকাল পরীক্ষা চলবে। সেই পরীক্ষায় অনেক শিক্ষক শিক্ষিকা ব্যস্ত থাকবেন। তাছাড়া ওই সময় শিক্ষক-শিক্ষিকারা উচ্চ মাধ্যমিকের খাতা প্রধান পরীক্ষকের কাছে জমা দিতেও যাবেন। ফলে যাঁরা খাতা জমা দিতে যাবেন তাঁরা আর স্কুলের প্রথম সামগ্রিক মূল্যায়ন অংশ নিতে পারবেন না। এমনকী অনেক সরকারি স্কুলেও শিক্ষক প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে এই সমস্ত কাজ সুষ্ঠুভাবে করা কিভাবে সম্ভব তা নিয়ে অধিকাংশ শিক্ষকই বেশ চিন্তিত।

Skip to content