বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

রাজ্যে সরকারের স্কুল শিক্ষা দফতর স্কুলে ৬,৮৬১টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করেছে বৃহস্পতিবার। এই বিজ্ঞপ্তি বলা হয়েছে, ৬,৮৬১টি নতুন পদ তৈরি করা হয়েছে। এর মধ্যে নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষকদের জন্য ১,৯৩২টি পদ। একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকদের জন্য ২৪৭টি পদ। আর শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য পদের সংখ্যা হল ১,৬০০টি। এছাড়াও একাদশে দুটি পদ গ্রুপ-সি -এর জন্য। গ্রুপ-ডি-এর জন্য মোট পদ ১৯৮০টি। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, ২০১৬ সালে এসএসসি প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সুযোগ দিতেই নতুন পদ তৈরি করা হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়া চালাবে এসএসসি। আর প্রার্থীদের নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। সেই সঙ্গে সরকার এসএসসিকে নির্দেশ দিয়েছে, নিয়োগের ক্ষেত্রে যেন আদালতের নির্দেশ মেনে চলা হয়।
উল্লখ্য, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গত ৫ মে অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্তগ্রহণ করা হয়। আজ বৃহস্পতিবার রাজ্যে সরকারের স্কুল শিক্ষা দফতর তার বিজ্ঞপ্তি জারি করল। ২০১৬ সালের এসএসসি প্যানেলের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে।

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

Skip to content