কারও চাকরি যাক মুখ্যমন্ত্রী তা চান না। সে কারণে নতুন পদ তৈরি করতে তৈরি রাজ্য সরকার। এ নিয়ে আদালত নির্দেশ দিলে তবেই সবাইকে নিয়োগ করা হবে। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী এও বলেন, নিয়োগের জন্য মোট ১৪,৯৭৭টি পদ তৈরি করছে রাজ্য সরকার। ১৪,৯৭৭টি পদের মধ্যে ৬,৮৬১টি পদ তৈরি হয়েছে। বাকি ৯,৭১৬টি পদ প্রস্তুত করতে হবে। সোমবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণার সঙ্গে সঙ্গে চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহারেরও আর্জি জানান শিক্ষামন্ত্রী।
ব্রাত্য বসু বলেন, ‘‘আদালতের নির্দেশ মেনেই কাজ করতে চায় রাজ্য। আদালত সবাইকে চাকরি দিতে বললেও রাজ্য সরকার তৈরি। আবার আদালত যদি বলে যাঁরা ব্যতিক্রমী ভাবে যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, তাতেও রাজি রাজ্য সরকার।’’ যদিও তিনি এও পরিষ্কার ভাবে বলেন, মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি চলে যাক।
ব্রাত্য বসু বলেন, ‘‘আদালতের নির্দেশ মেনেই কাজ করতে চায় রাজ্য। আদালত সবাইকে চাকরি দিতে বললেও রাজ্য সরকার তৈরি। আবার আদালত যদি বলে যাঁরা ব্যতিক্রমী ভাবে যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, তাতেও রাজি রাজ্য সরকার।’’ যদিও তিনি এও পরিষ্কার ভাবে বলেন, মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি চলে যাক।
ব্রাত্য জানান, ‘ভুলক্রমে মেধাতালিকার ক্রম ভেঙে সুপারিশের কারণে’ যে সব চাকরিপ্রার্থীর ক্ষতি হয়েছে, তাঁদের জন্য রাজ্য মন্ত্রিসভা ‘সুপার নিউমেরিক’ পদ তৈরির প্রস্তাব দিয়েছে। সেই মতো এসএসসি কলকাতা হাই কোর্টে আর্জি জানিয়েছে। সেই আর্জিতে বলা হয়েছে, এ বিষয়ে হাই কোর্ট নির্দেশ দিলে রাজ্য নিউমেরিক তালিকা মেনে চাকরি দিতে প্রস্তুত।
কত নিউমেরিক পদ তৈরি হয়েছে, সব মিলিয়ে সংখ্যাতই কত হবে, তাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তাঁর দেওয়া
পরিসংখ্যান বলছে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ১,৯৩২ সুপারনিউমেরিক পদ তৈরি করা হয়েছে। নবম-দশম শ্রেণির শিক্ষকের জন্য আরও ১,০৭৭ পদ তৈরি করা হবে। মোট পদের সংখ্যা ৩,০০৯টি। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তৈরি করা হয়েছে ২৪৭টি নিউমেরিক পদ। আরও ২,৩২১ পদ তৈরি হবে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকের জন্য। সব মিলিয়ে সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছে ৬,৮৬১টি। এ ছাড়া আরও ৯,৭১৬টি সুপার নিউমেরিক পদ তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
কত নিউমেরিক পদ তৈরি হয়েছে, সব মিলিয়ে সংখ্যাতই কত হবে, তাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তাঁর দেওয়া
পরিসংখ্যান বলছে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ১,৯৩২ সুপারনিউমেরিক পদ তৈরি করা হয়েছে। নবম-দশম শ্রেণির শিক্ষকের জন্য আরও ১,০৭৭ পদ তৈরি করা হবে। মোট পদের সংখ্যা ৩,০০৯টি। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তৈরি করা হয়েছে ২৪৭টি নিউমেরিক পদ। আরও ২,৩২১ পদ তৈরি হবে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকের জন্য। সব মিলিয়ে সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছে ৬,৮৬১টি। এ ছাড়া আরও ৯,৭১৬টি সুপার নিউমেরিক পদ তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা জানিয়ে দেবীপক্ষেই চাকরিপ্রার্থীদের সুখবর শোনালো এসএসসি
‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-এর মুখ্যচরিত্রে হৃতিক রোশন? কৌতূহল বাড়িয়ে কী বললেন তিনি
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, গ্রুপ সির ১,৯৫০ অতিরিক্ত পদ এবং গ্রুপ ডির অতিরিক্ত পদ ৬,৩০০। এর মধ্যে ১,৯৮০ পদ তৈরি হয়ে গিয়েছে। এখনও ৪,৩৩৭টি পদ তৈরি করতে হবে। পাশাপাশি নবম, দশম শ্রেণিতে শূন্যপদের সংখ্যা ১,০৭৭ এবং একাদশ দ্বাদশ শ্রেণির শূন্যপদ রয়েছে ২,৩০০ টি। এক্ষেত্রে তৈরি করতে হবে মোট ৯,৭১৬টি পদ। এর মধ্যে ৫,২০০ টি পদ আগে তৈরি করা হয়েছে।
পাশাপাশি তিনি আরও জানান, ‘‘আদালতের নির্দেশ মেনে সব ধরনের কাজ করতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যদি বলে সকলকে চাকরি দিতে হবে, তা-ও প্রস্তুত রাজ্য। আদালত যদি বলে, ব্যতিক্রমী ভাবে যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, তাতেও রাজি রাজ্য।’’ এদিন তিনি এটি জানান যে, আর কারও চাকরি চলে যাক তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না।তাই রাজ্য নতুন করে পদ তৈরি করতে প্রস্তুত।
পাশাপাশি তিনি আরও জানান, ‘‘আদালতের নির্দেশ মেনে সব ধরনের কাজ করতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যদি বলে সকলকে চাকরি দিতে হবে, তা-ও প্রস্তুত রাজ্য। আদালত যদি বলে, ব্যতিক্রমী ভাবে যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, তাতেও রাজি রাজ্য।’’ এদিন তিনি এটি জানান যে, আর কারও চাকরি চলে যাক তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না।তাই রাজ্য নতুন করে পদ তৈরি করতে প্রস্তুত।