কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এসএসসি-র নিয়োগে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল। সেইসঙ্গে বাগ কমিটির রিপোর্টকেও মান্যতা দিল ডিভিশন বেঞ্চ। বুধবার ডিভিশন বেঞ্চ তার রায়ে বলেছে, এই মামলাগুলির তদন্ত করবে সিবিআই। শুধু তাই নয়, সিঙ্গল বেঞ্চের রায়ে যে কোনও ভুল নেই একথা বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়ে দিয়েছে। পাশাপাশি যে সব ব্যক্তি বিতর্কিত ভাবে চাকরি পেয়েছেন তাঁদের বেতন বন্ধ করে দেওয়া বা ফেরত দিতে বলার সিদ্ধান্তের মধ্যেও কোনও অযৌক্তিকতা নেই বলে রায়ে বলা হয়েছে। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ এসএসসি-র গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মোট সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। যদিও পরে সেগুলি ডিভিশন বেঞ্চে স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে নিয়োগ সংক্রান্ত মামলাগুলির অনুসন্ধান করার জন্য প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করে ডিভিশন বেঞ্চ।
গত ১৩ মে বাগ কমিটি স্কুলে গ্ৰুপ-সি এবং গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় তাদের রিপোর্ট পেশ করে ডিভিশন বেঞ্চের কাছে। এদিন শুনানিতে কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় জানান, ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষাই দেননি ২২২ জন। আর অন্যরা পাশ করেনি। ২০১৯ সালের মে মাসে প্যানেলের মেয়াদও শেষ হয়ে যায়। নিয়োগের ক্ষেত্রে নম্বর বৃদ্ধির পাশাপাশি ওএমআর সিটে গণ্ডগোল করা হয়েছে বলেও তিনি জানান। বেঞ্চকে এও জানানো হয়, বেআইনি ভাবে গ্ৰুপ-ডি পদেও ৬২৪ জনকে নিয়োগ করা হয়েছে।
গত ১৩ মে বাগ কমিটি স্কুলে গ্ৰুপ-সি এবং গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় তাদের রিপোর্ট পেশ করে ডিভিশন বেঞ্চের কাছে। এদিন শুনানিতে কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় জানান, ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষাই দেননি ২২২ জন। আর অন্যরা পাশ করেনি। ২০১৯ সালের মে মাসে প্যানেলের মেয়াদও শেষ হয়ে যায়। নিয়োগের ক্ষেত্রে নম্বর বৃদ্ধির পাশাপাশি ওএমআর সিটে গণ্ডগোল করা হয়েছে বলেও তিনি জানান। বেঞ্চকে এও জানানো হয়, বেআইনি ভাবে গ্ৰুপ-ডি পদেও ৬২৪ জনকে নিয়োগ করা হয়েছে।