রবিবার প্রাথমিক স্কুলে শিক্ষকতার জন্য যোগ্যতা নির্ণায়ক টেট পরীক্ষা। আগামীকাল প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা নিয়ে আগাম সব রকম প্রস্তুতি সেরে রেখেছে। পর্ষদ নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে চাইছে। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে।
যা যা জেনে রাখা জরুরি
আরও পড়ুন:
অগ্নিগর্ভ ঢাকা, বিএনপির ‘মহাসমাবেশ’ ঘিরে দফায় দফায় সংঘর্ষ! একাধিক নেতা গ্রেফতার
এক দেশ, এক আইন! শুক্রবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ রাজ্যসভায়, পাস ধ্বনিভোটে
এছাড়াও প্রশ্নপত্র নিয়ে যাতে আর কোনও অভিযোগ না ওঠে, সে জন্যও সতর্ক পর্ষদ। তাই পরীক্ষার এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক এবং অশিক্ষক কর্মদের গলায় থাকবে বৈধ পরিচয়পত্র। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, ‘‘টেট পরীক্ষা যাতে স্বচ্ছ ভাবে সম্পন্ন হয়, সে জন্য সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে যাতে কোনও বিতর্ক না তৈরি হয়, তারই চেষ্টা চলছে।’’
ব্যাকপেন-এ কাবু? শুধু ব্যায়াম নয়, ওজনও নিয়ন্ত্রণে রাখতে হবে
উত্তম কথাচিত্র, পর্ব-১৪: আশা-নিরাশা ও ভরসার সে এক অন্য ‘মনের ময়ূর’
এদিক, রেল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন এবং মেট্রো চালানোর কথা ঘোষণা করেছে। ভিড় সামালাতে অতিরিক্ত সরকারি বাসও রাস্তায় নামবে। সহযোগিতা চাওয়া হয়েছে বেসরকারি বাসমালিকদের কাছেও। পরিবহণ দফতর জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে যেতে বাস পেতে সমস্যা হলে পরীক্ষার্থীরা সরাসরি দফতরের কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন। কন্ট্রোল রুম খোলা থাকবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত।